সাইকেল কেনার মনস্থির করেছেন। কিন্তু গিয়ার ও নন-গিয়ারের মধ্যে পার্থক্য না জানলে মহা ফ্যাসাদে পড়বেন। সাইকেলের উপকারীতা সম্পর্কে বহু মানুষই ওয়াকিবহাল। এই দু চাকাতেই হাতেখড়ি সবার। এখনও লাখ লাখ মানুষের নিত্য যাতায়াতের ভরসা সাইকেল। বাচ্চারাও স্কুল-কলেজ যাওয়ার জন্য সাইকেল ব্যবহার করেন। কিন্তু এ ক্ষেত্রে দু রকম বিকল্প দেখা যায়। একটি গিয়ার আরেকটি নন গিয়ার।
কোন সাইকেল কোন ক্ষেত্রে কাদের জন্য উপযুক্ত তা না জেনেই কিনে ফেলেন অনেকে। পরে যত্নের অভাবে জং খেতে শুরু করে বহুমূল্য সাইকেলটি। তাই দুই সাইকেলের মধ্যে সামান্য কয়েকটি পার্থক্য জানলে আর অসুবিধায় পড়তে হবে না।
গিয়ার সাইকেল চড়াই রাস্তায় ওঠার জন্য পারদর্শী, চালককে খুব বেশি জোর দিতে হয় না। যাদের চড়াই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় তাদের জন্য উপযুক্ত এই সাইকেল। বিশেষ করে যাদের বয়স একটু বেশি। তারা গিয়ার ব্যবহার করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।
এই সাইকেল পরিবেশ -বান্ধব। লাখ লাখ মানুষ অফিস যাতায়াতের জন্য বাইক-স্কুটার ব্যবহার করেন। কিন্তু এই দৌড়ে গিয়ার সাইকেলও কম যায় না। পাশাপাশি এটি বাইক-স্কুটারের থেকে অনেক বেশি পরিবেশ বান্ধব।
গিয়ার সাইকেলে ভালো দিক থাকলেও এই সাইকেল নিয়ে সবচেয়ে বড় যন্ত্রণা মেইনটেনেন্স। স্বাভাবিক ভাবেই গিয়ার থাকায় তার যত্ন করা জরুরি। যাচাই করতে হয় চাকার হাওয়া, চেইনগুলিতে তেল রয়েছে কিনা সাইকেলে ফ্রেমে কোনও ত্রুটি রয়েছে কিনা ইত্যাদি। এই কাজগুলি টাকা ও সময় দুই খরচ করে।
গিয়ার সাইকেল কম বয়সী বাচ্চাদের ব্যবহার করতে বারণ করা হয়। যদিও বর্তমানে ছোটরাও স্বাছন্দ্যের সঙ্গে গিয়ার সাইকেল সাইকেল চালান। এই সাইকেলের আরও একটি নেতিবাচক দিক হল দাম। সাধারণ সিঙ্গেল স্পিড সাইকেলের থেকে গিয়ার সাইকেলের দাম প্রায় দ্বিগুণ হয়।
নন-গিয়ার সাইকেলের সুবিধা-অসুবিধা
* নন-গিয়ার বা গিয়ারলেস সাইকেলের দাম ব্যাপক সস্তা হয়। গিয়ার সাইকেলের প্রায় হাফ দামে (4,000-20,000 টাকা) কেনা যায় এই দু চাকা।
* এই সাইকেলের জটিল কোনও মেইনটেনেন্স থাকে না। তাই সাইকেলের উপর তুলনামূলক কম টাকা খরচ হয়।
* গিয়ারলেস সাইকেল বাচ্চা-বড় সবার জন্য উপযুক্ত। যান্ত্রিক জটিলতা না থাকায় সমস্যা-হীন সাইকেল চালানো যায়।
* সুবিধার পাশাপাশি রয়েছে কিছু অসুবিধাও। যেমন এই সাইকেলে কোনও গিয়ার না থাকায় চড়াই রাস্তায় ওঠার জন্য অতিরিক্ত বল প্রয়োগ করতে হবে।
* বয়স্কদের জন্য এই অতিরিক্ত বল প্রয়োগ গুরুতর আঘাত ডেকে আনতে পারে। তবে সমতল রাস্তায় চালানোর সময় কোনও অসুবিধা হবে না।
* গিয়ারলেস সাইকেল অনুর্বর রাস্তায় চালানো যাবে না।