ইউরোপের বাজারে চীনের তৈরি বৈদ্যুতিক গাড়ি আমদানিতে কত টাকা শুল্ক দিতে হবে তা নির্ধারিত হবে ভোটে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য দেশগুলোকে প্রস্তাবিত নিয়মনীতির একটি খসড়া ইতোমধ্যেই পাঠিয়ে দেয়া হয়েছে। চীন থেকে আমদানিকৃত বৈদ্যুতিক গাড়ির জন্য ৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্ধৃত করে জানিয়েছে ব্লুমবার্গ নিউজ।
আগামী ৪ অক্টোবর ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন হতে পারে বলে ব্লুমবার্গ নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, নতুন শুল্ক আরোপের বিষয়ে কোনো সমাধানে পৌঁছতে বেইজিংয়ের সাথে ইইউ দেশগুলোর শেষ মুহূর্তের আলোচনার কারণে ভোটের তারিখ এমনিতেও কিছুটা পিছিয়েছে।
তবে এই বিষয়ে রয়টার্সের অনুরোধ স্বত্বেও ইউরোপিয়ান কমিশন কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইউরোপে গাড়ি আমদানি করতে এমনিতেই ১০ শতাংশ শুল্ক দিতে হয়। এবার ইউরোপিয় কমিশন অতিরিক্ত ৩৫.৩ শতাংশ শুল্ক প্রস্তাব করতে যাচ্ছে চীনে তৈরি বৈদ্যুতিক গাড়ি আমদানির ক্ষেত্রে। তবে চূড়ান্ত এই শুল্ক প্রস্তাব সম্পর্কে ইইউ’র ২৭টি সদস্য রাষ্ট্র ভোটের মাধ্যমে তাঁদের মতামত জানাবে।
নতুন এই শুল্ক প্রস্তাব অক্টোবরের শেষ নাগাদ বাস্তবায়িত হবে যদি না ১৫টি সদস্য রাষ্ট্র যাদের মোট জনসংখ্যা ইইউ’র জনসংখ্যার ৬৫ শতাংশ এই প্রস্তাবের বিরুদ্ধে ভোট দেয়।
উল্লেখ্য, চীন সাম্প্রতিক সময়ে বৈদ্যুতিক গাড়ি নির্মাণে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং ইউরোপ-আমেরিকার নির্মাতাদের শক্ত প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে।