প্রযুক্তির চূড়ান্ত উদ্ভাবনে আরেক ধাপ এগিয়ে গেল চীন। বিশ্বের প্রথম “উড়ন্ত ট্রেন” চালু করেছে দেশটি, যা ঘণ্টায় ৬২০ কিলোমিটার বেগে চলতে সক্ষম।
ম্যাগলেভ প্রযুক্তির এই ট্রেন কিভাবে উড়ে?
চীনের এই নতুন উড়ন্ত ট্রেন তৈরি হয়েছে ম্যাগনেটিক লেভিটেশন (Maglev) প্রযুক্তিতে, যেখানে ট্রেনটি রেলের সঙ্গে সরাসরি সংস্পর্শ ছাড়াই চলতে পারে। এটি কার্যত ট্রেনটিকে রেললাইন থেকে ‘উড়িয়ে’ নিয়ে চলে — যার ফলে গতি বাড়ে, শব্দ কমে, এবং ঘর্ষণ প্রায় থাকে না বললেই চলে।
কোথায় চালু হলো?
এই হাইস্পিড ফ্লোটিং ট্রেন প্রথম চালু হয়েছে চীনের চেংদু শহরে, যেখানে পরীক্ষামূলকভাবে ২১ কিলোমিটার পথে এই ট্রেন চলাচল শুরু করেছে। পরিকল্পনা রয়েছে এটিকে ২০০ কিমি পর্যন্ত সম্প্রসারণের।
কেন এটি গুরুত্বপূর্ণ?
বিশ্বের প্রথম ট্রেন যা উড়তে পারে (বায়ুভিত্তিক চলাচল)
চলতি উচ্চ গতির ট্রেন যেমন জাপানের শিনকানসেন বা ফ্রান্সের TGV থেকেও অনেক দ্রুত
ভবিষ্যতের হাইপারলুপের বিকল্প হিসেবে চিহ্নিত
চীনের প্রযুক্তি সক্ষমতা ও পরিবহন খাতের আধুনিকায়নের দৃষ্টান্ত
ফিচারসমূহ এক নজরে:
গতি: ঘণ্টায় সর্বোচ্চ ৬২০ কিমি
টেকনোলজি: ম্যাগলেভ (Superconducting Magnetic Levitation)
দূষণহীন ও নীরব চলাচল
এআই ও অটোনোমাস কন্ট্রোল সিস্টেম