বৈদ্যুতিক গাড়ির দুনিয়ায় বড় চমক নিয়ে এলো মারুতি সুজুকি। প্রতিষ্ঠানটি তাদের প্রথম সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি ই-ভিটারা বাজারে আনার ঘোষণা দিয়েছে। অত্যাধুনিক ডিজাইন, প্রযুক্তি ও নিরাপত্তা বৈশিষ্ট্যে ভরপুর এই গাড়ি নির্মিত হচ্ছে হার্টটেক্ট ই-প্ল্যাটফর্ম এর উপর ভিত্তি করে।
দীর্ঘ রেঞ্জ ও শক্তিশালী ব্যাটারি:
ই-ভিটারায় থাকছে দুটি ব্যাটারি ভেরিয়েন্ট—একটি ১৪১ বিএইচপি এবং অন্যটি ১৭১ বিএইচপি শক্তি উৎপন্ন করে। উভয় ভেরিয়েন্টেই ১৮৯ এনএম পিক টর্ক পাওয়া যাবে এবং একবার চার্জেই ৫০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে এই গাড়ি।
আধুনিক প্রযুক্তি ও বিলাসবহুল কেবিন:
গাড়িটির অভ্যন্তর সাজানো হয়েছে বিলাসবহুল স্টাইলে। রয়েছে চারটি ডুয়াল-টোন ইন্টেরিয়র অপশন, স্প্লিট-ফোল্ডিং সিট, এবং ডুয়াল স্ক্রিন ডিসপ্লে। নতুন অপারেটিং সিস্টেম গাড়িটিকে করে আরও স্মার্ট ও ইউজার-ফ্রেন্ডলি।
নিরাপত্তায় অ্যাডিএএস লেভেল ২:
এই ইলেকট্রিক এসইউভিতে রয়েছে এডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) লেভেল ২ প্রযুক্তি। এতে রয়েছে ক্রুজ কন্ট্রোল, লেন কিপ অ্যাসিস্ট, এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে ৭টি এয়ারব্যাগ—যা সব ভেরিয়েন্টেই থাকবে।
স্টাইলিশ ডিজাইন ও কালার অপশন:
স্টাইলিশ এলইডি ডেটাইম রানিং লাইট ও ক্লোজড ফ্রন্ট গ্রিলে রয়েছে বড় মারুতি লোগো। গাড়িটি ১০টি রঙের বিকল্পে বাজারে আসবে, যা গ্রাহকদের পছন্দের স্বাধীনতা দেবে।