বাংলাদেশে অন্যতম বড় একটি উৎসব হচ্ছে ঈদ-উল-ফিতর। প্রতি বছরেই ঈদ-উল-ফিতরকে সামনে রেখে মোটরসাইকেল কোম্পানি গুলো ঘোষনা করে থাকে আকর্ষনীয় অফার, যার মধ্যে থাকে ডিসকাউন্ট, ক্যাশব্যাক, বা অন্যান্য সুবিধা।
প্রতি বছরের মতো এবছরেও বিভিন্ন মোটরসাইকেল কোম্পানি দিচ্ছে বিভিন্ন রকমের অফার। আজ আমরা এসেছি এসকল অফার সম্পর্কে বিস্তারিত জানাতে।
ইয়ামাহা ঈদ অফার
ইয়ামাহা মোটরসাইকেল সর্বদাই বাইকারদের সুবিধার্থে বিভিন্ন অফার দিয়ে থাকে, এবং এই ঈদ উপলক্ষ্যে তারা দিচ্ছে ইয়ামাহা মোটরসাইকেল ঈদ স্পেশাল ক্যাশব্যাক অফার! এই অফারের আওতায় তারা দিচ্ছে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! এই অফারটি ঈদের আগের চাঁদরাত পর্যন্ত বাংলাদেশের সকল ইয়ামাহা শোরুমে পাওয়া যাবে!
হোন্ডা মোটরসাইকেল ঈদ অফার
হোন্ডা মোটরসাইকেল আলাদাভাবে কোন ঈদ অফার ঘোষনা করেনি, তবে বেশ কিছুদিন ধরেই নির্দিষ্ট মডেলের উপরে তারা দিচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন সাপোর্ট!
হোন্ডা সিবি হর্নেট, হোন্ডা লিভো এবং হোন্ডা ড্রীম নিও তে হোন্ডা দিচ্ছে ১২,০৭৩ টাকা পর্যন্ত ফ্রি রেজিস্ট্রেশন সাপোর্ট! এই অফারটি চলবে পরবর্তী ঘোষনা পর্যন্ত।
সুজুকি ঈদ ডিসকাউন্ট অফার
ঈদ উপলক্ষ্যে সুজুকি মোটরসাইকেল তাদের ফ্ল্যাগশিপ মোটরসাইকেল সুজুকি জিক্সারসহ কয়েকটি মডেলে দিচ্ছে ঈদ ডিসকাউন্ট অফার! সুজুকি ঈদ ডিসকাউন্ট অফারটি সারাদেশের সকল সুজুকি মোটরসাইকেল শোরুমে পাওয়া যাবে, এবং এই অফারটি চলবে স্টক থাকা পর্যন্ত।
কাওয়াসাকি ঈদ অফার
ঈদ উপলক্ষ্যে কাওয়াসাকি মোটরসাইকেল দিচ্ছে ফ্রি রেজিস্ট্রেশন অফার! কাওয়াসাকি মোটরসাইকেল এর দুটি মডেল – Kawasaki KLX 150BF এবং Kawasaki KLX 150L বাইকদুটোতে কাওয়াসাকি দিচ্ছে দুই বছরের ফ্রি রেজিস্ট্রেশন অফার! এই অফারটি কাওয়াসাকি বাংলাদেশ এর সকল অথোরাইজড ডিলার এর কাছে পাওয়া যাবে, এবং স্টক থাকা পর্যন্ত অফারটি চলবে।
বাজাজ ঈদ অফার
পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বাজাজ মোটরসাইকেল দিচ্ছে আকর্ষনীয় ক্যাশব্যাক অফার! এই অফারের মাধ্যমে দেয়া হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত ইন্সট্যান্ট ক্যাশব্যাক, এবং এছাড়াও ভাগ্যবান একজন ক্রেতা পেতে পারেন ১০০% ক্যাশব্যাক!
হিরো অস্থির অফার
রমজান মাস শুরু হবার আগেই হিরো মোটরসাইকেল ঘোষনা করেছিলো তাদের হিরো অস্থির অফার, যেখানে তারা ঈদ উপলক্ষ্যে নির্দিষ্ট মডেলের মোটরসাইকেলে দিচ্ছে ডিসকাউন্ট!
টিভিএস ইচ্ছেপূরন অফার
এবারের ঈদে টিভিএস মোটরসাইকেল দিচ্ছে এক আকর্ষনীয় ডিসকাউন্ট অফার। তারা তাদের ফ্ল্যাগশিপ বাইক টিভিএস এপাচি আরটিআর ১৬০ ফোরভি বাইকের সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিস্ক – উভয় ভার্শনেই দিচ্ছে ৮ হাজার টাকা ডিসকাউন্ট!
আশা করা যাচ্ছে, ২০১৯ সালের ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বিভিন্ন মোটরসাইকেল কোম্পানির দেয়া এসকল অফার সকলেরই উপকারে আসবে, এবং বাইক কিনতে ইচ্ছুক যেকারো জন্য বাইক ক্রয় আরো সহজ হবে!