ভারতের বাজারে এবিএস’সহ এলো ২৫০ সিসির সুজুকি জিক্সার এসএফ মডেলের মোটরসাইকেল। এতে ২৪৯ সিসির সিঙ্গেল সিলিন্ডার অয়েল কুলড ফুয়েল ইনজেকটেড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ইঞ্জিনে সর্বোচ্চ ২৬ বিএইচপি শক্তি এবং ২২.৬ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। এতে ৬ স্পিড গিয়ার বক্স রয়েছে। ভারতের দিল্লিতে নতুন এই মোটরসাইকেলের দাম ১.৭১ লাখ রুপি।
বাইকটিতে এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। এছাড়াও এতে ক্লিপ অন হ্যান্ডেলবার, মাল্টি স্পোক ১৭ ইঞ্চির অ্যালয় হুইল ব্যবহৃত হয়েছে।
বাইকটিতে সম্পূর্ণ এলইডি ইনস্ট্রুমেন্টাল কাস্টার সংযোজন করা হয়েছে। নিরাপত্তার জন্য এতে আছে ডুয়েল চ্যানেল এবিএস।
নতুন সুজুকি জিক্সার এসএফ ২৫০ মডেলের বাইকটির সামনে আছে টেলিস্কোপিক ফর্ক। পেছনে মনোশর্ক সানপেনশন।