বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) বার্নি হারফোর্ড ও প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) রেবেকা মেসিনা দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার ঘোষণা দিয়েছেন। গত শুক্রবার উবারের পক্ষ থেকে এ দুই নির্বাহীর চাকরি ছাড়ার সিদ্ধান্তের কথা জানানো হয়।
উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খসরুশাহি কর্মীদের উদ্দেশে এক ই-মেইল বার্তায় বলেন, উবারের উন্নতি এখন তাদেরকে সরাসরি প্রতিষ্ঠানের প্রতিদিনের কার্যক্রমে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ দেবে। এখন থেকে উবারের মূল ব্যবসা বিভাগ সরাসরি তার তত্ত্বাবধানে থাকবে বলে জানান তিনি।
তিনি বলেন, নতুন সিদ্ধান্তের ফলে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে তার হস্তক্ষেপ বাড়বে এবং নির্বাহীদের বাস্তবে সমস্যা সমাধান করতে আরো বেশি সহায়তা করতে পারবেন তিনি।