ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেষ হয়ে গেল ল্যাপটপ মেলা। মেলায় ছিল রমরমা উপহার এবং মূল্যছাড় । ঢাকা ও আশেপাশের ক্রেতারা লুফে নিয়েছেন এই সূবর্ণ সুযোগ।
বৈরী আবহাওয়া, দূরত্ব এবং অন্যান্য কারনে যেসব ক্রেতা এই সুযোগ মিস করেছেন তাদের জন্যই দেশের অন্যতম বৃহৎ কম্পিউটার প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজ তার ঢাকা ও চট্টগ্রামের ৭টি শাখায় আগামী ২২শে জুলাই সোমবার পর্যন্ত আয়োজন করেছে মেলার সুবিধায় ।
মেলা শেষ, রয়ে গেল রেশ নামে এই ক্যাম্পেন থাকছে ল্যাপটপ মেলার সুবিধাসহ নানা ধরনের উপহার আর ২০টি ব্যাংকের ক্রেডিট কার্ডে কিস্তি সুবিধা তো থাকছেই।
ক্যাম্পেন চলাকালিন কোন ক্রেতা এইচপি,আসুস, লেনেভো, এসার এবং আইলাইফ ব্র্যান্ডের প্রতিটি ল্যাপটপের সাথেই পাওয়া যাবে কমপক্ষে ৪ টি উপহার। সেই সাথে ছাড়কৃত মূল্য।
উল্লেখ্য, কম্পিউটার ভিলেজ তার গ্রাহকদের জন্য ২০টি ব্যাংকের ক্রেডিট কার্ডে রেগুলার প্রাইস এবং ৬ মাসের EMI সুবিধা দিয়ে থাকে। EMI ব্যাংকগুলি সম্পর্কে জানতে কল করুন ০১৭৫৫৬৯৬৮৫০, ০১৭৫৫৬৯৬৮৬১, ০১৭১৩২৪০৭২৬ অথবা ভিজিট করুন- https://www.village-bd.com/offer/39/0-emi-on-regular-price কম্পিউটার ভিলেজের সকল ল্যাপটপের মূল্য ও তথ্য জানতে ভিজিট করুন – https://www.village-bd.com/laptop-notebook