প্রিমিয়াম ফ্ল্যাগশিপ স্মার্টফোন পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সএলের দাম কমিয়েছে গুগল। ফলে পিক্সেল ৩ এখন ৫০০ ডলারে পাওয়া যাচ্ছে। তাছাড়া চলতি বছরের এপ্রিলে উন্মোচিত গুগলের মিড-রেঞ্জের ফোন পিক্সেল ৩এ থেকে মাত্র ১০০ ও ১২০ ডলার বেশি দিলেই মিলবে পিক্সেল ৩-এর প্রিমিয়াম ফোন। খবর বিজনেস ইনসাইডার।
তবে ১০০ ও ১২০ ডলার বেশি খরচ করে পিক্সেল ৩ ও পিক্সেল ৩ এক্সেল পাওয়া গেলেও পিক্সেল ৩এ ফোনটির সঙ্গে ওই দুটি ফোনের ফিচারে খুব একটা পার্থক্য নেই।
তাছাড়া আসছে অক্টোবরেই নতুন প্রিমিয়াম ফ্ল্যাগশিপ পিক্সেল ৪ উন্মোচনের ঘোষণা দিয়েছে গুগল। পিক্সেল ৩ ও পিক্সেল ৩এ দুটি ফোনেই রয়েছে ওএলইডি স্ক্রিন এবং ৪ জিবি র্যাম। ক্যামেরা পারফরম্যান্সও একই। তবে পিক্সেল ৩এ ফোনের কাঠামো প্লাস্টিকের। সেখানে পিক্সেল ৩ ফোনের কাঠামো গ্লাস ও ধাতব।
তাছাড়া পিক্সেল ৩ ফোনের দ্বিতীয় আলট্রাওয়াইড অ্যাঙ্গেল সেলফি ক্যামেরাটি বলতে গেলে অতুলনীয়। সেখানে পিক্সেল ৩এ এর সেলফি ক্যামেরাটি সাধারণ মানের। পাশাপাশি প্রসেসরেও কমবেশি রয়েছে। সবকিছু মিলিয়ে সামগ্রিক পারফরম্যান্সে খুব একটা পার্থক্য টের পাওয়া যায় না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।