দুই ফোনে দুই হাজার টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা দিয়েছে বহুজাতিক মোবাইল নির্মাতা কোম্পানি ভিভো। মূল্যহ্রাস করা স্মার্টফোনগুলো হলো- ভিভো এস১ এবং ওয়াই১৯। চার ক্যামেরার ফোন দুটিতে একটি ফ্রন্ট ও তিনটি রিয়ার ক্যামেরা রয়েছে।
এগুলোর মধ্যে ওয়াই১৯ ফোনটি পাওয়া যাবে ১৯ হাজার ৯৯০ টাকায়- যা আগে ছিলো ২০ হাজার ৯৯০ টাকা। এছাড়া এস১ স¥ার্টফোনটি ২১ হাজার ৯৯০ টাকায় পাওয়া যাবে-যার পূর্বমূল্য ২৩ হাজার ৯৯০ টাকা।
ভিভো এস১ ফোনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং তিনটি রিয়ার ক্যামেরা। রিয়ার ক্যামেরাগুলোর ক্ষমতা যথাক্রমে ১৬, ৮ ও ২ মেগাপিক্সেল। ওয়াই১৯ এর চারটি ক্যামেরার মধ্যে ফ্রন্ট ক্যামেরাটি ১৬ এমপির এবং রিয়ার ক্যামেরাগুলো ১৬, ৮ ও ২ এমপির। এই দুইটি ফোনে ৬ জিবি র্যাম ছাড়াও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ওয়াই১৯ ফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারি এবং এস১ ফোনটিতে ৪ হাজার ৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।