ফোন কেনার পরিকল্পনা করছেন? তাহলে আর দেরি কিসের? ইভ্যালিতে নতুন রেজিটেশন করলে থাকছে শাওমি মোবাইল হ্যান্ডসেটে ৫০% ডিসকাউন্ট।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অফারটি শুধুমাত্র ২০ জানুয়ারি, ২০২০ এর পরে ইভ্যালিতে রেজিঃ করা ইউজারদের জন্য প্রযোজ্য। এবং শুধুমাত্র নতুন পেমেন্টের ক্ষেত্রে ক্যাশব্যাক গ্রহণযোগ্য হবে।
শাওমি মোবাইল ৫০ শতাংশ নিশ্চিত ক্যাশব্যাক নিতে এবং আপনার পছন্দের পণ্যটি নিতে shorturl.at/gHILT এই লিংকে যোগাযোগ করতে হবে। একটা অ্যাকাউন্ট থেকে একই ক্যাটেগরির এক বা একাধিক প্রোডাক্ট অর্ডার করা যাবে। তবে স্টক থাকা শর্ত সাপেক্ষে ডেলিভারি করা হবে অতিরিক্ত প্রোডাক্ট।