রাজধানীর তেজগাঁওয়ে প্রথম আলো আয়োজিত ‘রেফ্রিজারেটর মেলা ২০২৫’-এ সর্বাধুনিক ফিচার ও প্রযুক্তির রেফ্রিজারেটর নিয়ে অংশ নিয়েছে দক্ষিণ কোরিয়ান টেকজায়ান্ট স্যামসাং ইলেকট্রনিকস। গতকাল দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এ প্রদর্শনীতে স্যামসাং তাদের জনপ্রিয় মডেল ও নতুন উদ্ভাবনগুলো ক্রেতা-দর্শনার্থীদের সামনে তুলে ধরে।
মেলায় সরাসরি অংশ নেওয়ার পাশাপাশি ২৭ মে পর্যন্ত ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মেও এই মেলা চলবে, যেখানে ভিজিটররা অনলাইনে স্যামসাংয়ের রেফ্রিজারেটর ব্রাউজ ও অর্ডার করতে পারবেন।
সর্বাধুনিক প্রযুক্তি ও আকর্ষণীয় মডেল লাইন-আপ
মেলায় প্রদর্শিত পাঁচটি জনপ্রিয় সিরিজের মধ্যে রয়েছে:
-
RT47: ৪৬৫ লিটারের ধারণক্ষমতা, ২টি রঙে
-
RS72: ৬৪৭ লিটারের ধারণক্ষমতাসম্পন্ন সাইড-বাই-সাইড রেফ্রিজারেটর, ২টি ভ্যারিয়েন্ট
-
RT31: ৩০৫ লিটারের স্ট্যান্ডার্ড মডেল
-
RT35: ৩৪৮ লিটারের সাশ্রয়ী ডিজাইন
-
RT42: ৪১৫ লিটারের বড় ফ্যামিলি সাইজ রেফ্রিজারেটর
সব মডেল পাওয়া যাচ্ছে স্টাইলিশ ব্ল্যাক, হোয়াইট-নেভি ডুয়াল ও আইনক্স রঙে, গ্লাস ও মেটাল ফিনিশসহ।
স্যামসাংয়ের নতুন রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত হয়েছে এআই ইনভার্টার কম্প্রেসর, যা বিদ্যুৎ সাশ্রয় করে এবং রেফ্রিজারেটরের দীর্ঘস্থায়ী কার্যক্ষমতা নিশ্চিত করে। উন্নত এআই সেন্সর প্রযুক্তি রেফ্রিজারেটরের তাপমাত্রা, ব্যবহার ও দরজা খোলার ধরন বিশ্লেষণ করে অপ্টিমাইজড কুলিং সরবরাহ করে।
মেলায় ক্যাশব্যাক সুবিধা
ক্রেতাদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে মেলায় নির্বাচিত মডেলে সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার দিচ্ছে স্যামসাং। এ ছাড়াও রয়েছে সহজ কিস্তি সুবিধা ও এক্সচেঞ্জ অফার।
স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব বিজনেস, শাহরিয়ার বিন লুৎফর বলেন,“বাংলাদেশি ভোক্তাদের রেফ্রিজারেটর সংক্রান্ত চাহিদা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। আমাদের লক্ষ্য সেই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে, স্মার্ট ফিচার, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি এবং স্টাইলিশ ডিজাইনের সমন্বয়ে এমন পণ্য বাজারে আনা, যা প্রতিদিনের জীবনযাত্রাকে আরও সহজ করে তোলে।”