আন্তর্জাতিক মানি ট্রান্সফার পরিষেবা প্রদানকারী জনপ্রিয় অ্যাপ ট্যাপট্যাপ সেন্ড এবার চালু করলো নতুন সুবিধা ‘ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট’। এই ফিচারটির মাধ্যমে ব্যবহারকারীরা এখন ভবিষ্যতের অর্থ প্রেরণের জন্য আগেভাগেই টাকাপয়সা জমা রাখতে পারবেন, এবং সেরা এক্সচেঞ্জ রেট পেলে সেই রেটেই তা কনভার্ট করে রাখতে পারবেন।
সাশ্রয়ী লেনদেন, নিজের হাতে নিয়ন্ত্রণ
অনেক সময় হুট করে দরকার না হলেও পরিকল্পিতভাবে পরিবারে অর্থ পাঠাতে হয়। এমন ক্ষেত্রে এক্সচেঞ্জ রেট খারাপ হলে প্রবাসীদের অনেক টাকা নষ্ট হয়ে যায়। নতুন ওয়ালেট ফিচার ব্যবহার করে এখন ব্যবহারকারীরা আগেভাগেই টাকা জমা করতে পারবেন এবং যেকোনো সুবিধাজনক সময়ে তা পাঠানোর সিদ্ধান্ত নিতে পারবেন। অর্থাৎ, সেরা রেট পেলে তখনই কনভার্ট করুন, পাঠান যেকোনো সময়।
বড় অঙ্কের অর্থ পাঠাতেও বাড়তি সুবিধা
পরিবারে চিকিৎসা, জমি কেনা বা অন্য গুরুত্বপূর্ণ খরচের জন্য বড় অঙ্কের টাকা পাঠাতে হয় অনেক সময়। এককালীন অর্থ জোগাড় করে তৎক্ষণাৎ পাঠানো সবসময় সম্ভব নয়। এখন এই ওয়ালেট ফিচারের মাধ্যমে বড় অঙ্কের টাকা ধাপে ধাপে জমা রাখা সম্ভব, যা পরে একবারে পাঠানো যাবে—তাও আবার নিজের নির্ধারিত সময় ও রেটে।
আর্থিক পরিকল্পনায় আসছে গতি ও স্বচ্ছতা
এই ফিচারটি ব্যবহার করে এখন সহজেই আর্থিক বাজেট তৈরি করা যাবে। কারণ, ব্যবহারকারী চাইলে এক্সচেঞ্জ রেট স্থির করে রাখতে পারবেন এবং অর্থ পাঠানোর সময়টিও নিজের মতো করে বেছে নিতে পারবেন। ফলে অপ্রত্যাশিত খরচ কমবে এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা সহজ হবে।
ব্যবহার সহজ, নিরাপত্তা সর্বোচ্চ
যাদের ট্যাপট্যাপ সেন্ড অ্যাপে ভেরিফাইড অ্যাকাউন্ট রয়েছে, তারা হোম স্ক্রিন থেকেই সরাসরি ওয়ালেট ফিচারটি অ্যাক্টিভেট করতে পারবেন। এরপর একাধিক উপায়ে ফান্ড জমা করা যাবে এবং সেখান থেকেই সুবিধামতো অর্থ পাঠানো সম্ভব। পুরো ফিচারটি সম্পূর্ণ নিরাপদ ও ইউজার ফ্রেন্ডলি।
প্রাথমিকভাবে যেসব দেশে চালু
বর্তমানে ট্যাপট্যাপ সেন্ড ওয়ালেট ফিচারটি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া ও সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ব্যবহারকারীদের জন্য চালু হয়েছে। ধাপে ধাপে আরও দেশে এবং মুদ্রায় এই ফিচারটি চালু করার পরিকল্পনা রয়েছে।