দেশে বিদেশি বিনিয়োগে আরও স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। বিনিয়োগকারীদের যেকোনো সমস্যা, নিরাপত্তা উদ্বেগ বা হয়রানি সংক্রান্ত অভিযোগ তাৎক্ষণিকভাবে জানাতে চালু করা হচ্ছে একটি বিশেষ ‘হটলাইন’ সেবা।
বিনিয়োগের পরিবেশে আস্থা ফেরাতে সরকারপ্রচেষ্টা
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (BIDA) সূত্রে জানা গেছে, বিদেশি বিনিয়োগকারীরা যাতে বিনা ভোগান্তিতে ব্যবসা পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এই হটলাইন চালু হচ্ছে। এই হটলাইন নম্বরে কল করলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে—বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান।
বিনিয়োগে ইতিবাচক বার্তা
বিশেষজ্ঞদের মতে, হটলাইন সেবা চালুর মাধ্যমে বাংলাদেশ বিনিয়োগবান্ধব একটি রাষ্ট্র হিসেবে আন্তর্জাতিক মহলে ইতিবাচক বার্তা দিতে পারবে। ফলে বিদেশি বিনিয়োগ বাড়ার পাশাপাশি দেশীয় অর্থনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে।
কোন সমস্যায় কল করা যাবে?
- নিরাপত্তা সংক্রান্ত হুমকি
- আমদানি-রপ্তানির জটিলতা
- সরকারি দপ্তরে হয়রানি
- কর সংক্রান্ত সমস্যা
- অনুমোদন সংক্রান্ত বিলম্ব
প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে চালু হবে
প্রথমে ঢাকায় অবস্থিত কয়েকটি আন্তর্জাতিক কোম্পানির মাধ্যমে পাইলট কার্যক্রম শুরু হবে। এরপর সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে এই সেবা। বিনিয়োগকারীরা চাইলে হটলাইনে গোপনীয়তা রক্ষা করেও অভিযোগ জানাতে পারবেন।