চাকরি পুনর্বহালের দাবিতে ব্র্যাক ব্যাংকের চাকরিচ্যুত কিছু কর্মী বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের গাড়ি আটকে দিয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত ‘সিএমএসএমই নারী উদ্যোক্তা মেলা’র উদ্বোধন শেষে এ ঘটনা ঘটে।
গভর্নরের গাড়ির সামনে শুয়ে পড়ে প্রতিবাদ
প্রত্যক্ষদর্শীরা জানান, অনুষ্ঠান শেষে গভর্নর প্রাঙ্গণ ত্যাগের সময় কিছু চাকরিচ্যুত কর্মী তার গাড়ি ঘিরে ফেলেন। তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং কেউ কেউ গাড়ির সামনে বসে বা শুয়ে পড়ে প্রতিবাদ জানান। বিক্ষোভের কারণে উত্তেজনা ছড়ালে নিরাপত্তাকর্মীরা বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে গভর্নর প্রাঙ্গণ ত্যাগ করেন।
“আমাদের অন্যায়ভাবে চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে”
বিক্ষোভকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন সততার সঙ্গে ব্র্যাক ব্যাংকে বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। কিন্তু কোনো সতর্কতা বা কারণ ছাড়াই ২০২৩-২৪ সালে প্রায় ৩০০ কর্মীকে হঠাৎ করে চাকরিচ্যুত করা হয়। কেউ কেউকে চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেন তারা।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ মানছে না ব্র্যাক ব্যাংক?
বিক্ষোভকারীদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ ব্যাংক ২০২৪ সালের ১২ আগস্ট একটি তদন্তের ভিত্তিতে চাকরি পুনর্বহালের নির্দেশনা দিয়েছিল। কিন্তু ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ তা মানেনি। এখন পর্যন্ত কেউই চাকরিতে ফেরত যেতে পারেননি বলে তারা জানান।