সাউথইস্ট ব্যাংকের ফেনীর দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজার শাখা থেকে গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে জুনিয়র অফিসার মো. জিয়াউল হক (৩৬) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে ফেনী শহর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জিয়াউল হক ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়নের পশ্চিম পাঠাননগড় গ্রামের বাসিন্দা। ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অনিয়মিতভাবে অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে আসছিলেন। অভিযোগ পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওয়াহিদ পারভেজ জানান, ব্যাংকের ব্যবস্থাপক মো. কামরুজ্জামান ৬ মে থানায় জিয়াউল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। এরপর তদন্তে আত্মসাতের প্রাথমিক প্রমাণ মেলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তাঁকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
অভিযোগ রয়েছে, একাধিক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে কোটি টাকার বেশি আত্মসাৎ করা হয়েছে।