মোবাইল আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান (এমএফএস) নগদে প্রশাসক নিয়োগ ও নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
একটি আবেদনের শুনানি শেষে এই রায় দেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক। গত ৭ মে আবেদনটি করা হয়েছিল।
সোমবার (১২ মে) এই আদেশের অনুলিপি হাতে পেয়েছেন বলে জানিয়েছেন আবেদনকারী পক্ষের আইনজীবী।
আদালতে রায়ে বলা হয়েছে, প্রশাসনিক বা পরিচালনা পর্ষদ পুনর্গঠনের মাধ্যমে নগদের ওপর অস্থায়ী নিয়ন্ত্রণ আরোপের যে কোনো প্রচেষ্টা আইন লঙ্ঘনের শামিল। ফলে, বাংলাদেশ ডাক বিভাগের আওতায় পরিচালিত কোম্পানিটি এখন থেকে শুধুমাত্র তাদের বৈধ মালিকানার অধীনে এবং বাংলাদেশ ব্যাংকের প্রণীত নীতিমালার আলোকে পরিচালিত হবে। এর কার্যক্রম পরিচালনায় আর কোনো আইনি বাধা নেই।
এর আগে, ১৬ ফেব্রুয়ারি প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। এই পদক্ষেপকে অবৈধ ও প্রতিষ্ঠানের বিকাশের প্রতি বাধা বলে দাবি করে নগদ। এ কারণে বিষয়টি যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি চাইছিল প্রতিষ্ঠানটি।
নগদের মালিকপক্ষের প্রধান আইনজীবী ব্যারিস্টার মুহাম্মদ জামির উদ্দিন সরকার বলেন, “এই রায় দেশের অর্থনীতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রায়ে প্রমাণ হয়েছে, কোনো কর্তৃপক্ষ জোরপূর্বক বৈধ মালিকদের তাদের প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ থেকে বঞ্চিত করতে পারে না।”
সুপ্রিম কোর্ট আইনের শাসন ও সুশাসনের প্রতিচ্ছবি হিসেবে একটি সাহসী ও ন্যায়সঙ্গত অবস্থান নিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।