মাত্র ৬,৫০০ টাকা দিয়ে ৯ লাখ টাকা মূল্যের ক্যামেরা লেন্স কিনলেন এক ক্রেতা। মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের কল্যাণে এই অসম্ভব ব্যাপারটিও সম্ভব হয়েছে। কপাল জোরেই পানির দরে এত দামি ক্যামেরার লেন্স কিনেছেন ওই ক্রেতা।
মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান আমাজনের ভুলের কারণেই এমনটা হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম জি-নিউজ।
সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, এ বছরেও ১৫ থেকে ১৬ জুলাই প্রাইম ডে-এর পসরা সাজিয়েছিল ই-কমার্স সংস্থাটি। সেদিন ৯৯.৩% ছাড়ে সীমিত সময়ের জন্য একটি অফার দেয় আমাজন। অবিশ্বাস্য সেই অফারটি চোখে পড়ে যায় এক দল ক্যামেরাপারসনের।
তারা দেখেন, ওয়েবসাইটটির ক্যামেরা বিভাগে প্রায় প্রতিটি ক্যামেরা ও ক্যামেরার সরঞ্জামই পাওয়া যাচ্ছে ৯৪ মার্কিন ডলারে, যা ভারতীয় মুদ্রায় ৬,৫০০ টাকা! ৩০,০০০ টাকার ডিজিটাল ক্যামেরা থেকে শুরু করে ৯ লাখের ক্যামেরা লেন্স, সবই ৯৯.৩ শতাংশ ছাড়ে মিলছে সেই ওয়েবসাইটে। অফারটি দেখা মাত্রই অর্ডার করে দেন অনেকে।
এদের মধ্যে সবচেয়ে ভাগ্যবান ক্রেতা ৯ লাখের ক্যানন লেন্স (Canon EF 800mm f/5.6L IS) কেনেন ৬,৫০০ টাকায়।
এমন সস্তায় কিনতে পেরে সাইটের স্ক্রিনশট তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনৈক ক্রেতা লিখেন, লেন্সটি কেনা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। স্বপ্ন পূরণের জন্য জেফ বেজোসকে ধন্যবাদ।
জানা গেছে, অনেকে অর্ডার করেও কাঙ্ক্ষিত পণ্য পাননি। কারণ অফারটি মাত্র কয়েক মিনিটের জন্যই দৃশ্যমান ছিল আমাজনের সাইটে। ফলে অনেককেই নিরাশ হতে হয়।
এত মূল্যহ্রাসে এসব পণ্য ছেড়ে দেওয়ার রহস্য বিষয়ে আমাজন কর্তৃপক্ষ থেকে কোনো বক্তব্য না পাওয়া গেলেও অনেকেই ধারণা করছেন, ৯৯.৩ শতাংশ ছাড়ের বিষয়টি কোনো অফার ছিল না, আমাজনের প্রযুক্তিগত ত্রুটির ফলেই সব ক্যামেরার দাম একই হয়ে যায়। সে হিসাবে ৯ লাখ টাকার ক্যামেরার মূল্য ৬ হাজার টাকা হয়ে যায়।