বাংলাদেশে ই-কমার্স ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। গত সাড়ে সাত বছরে দেশের এ খাতে ব্যাপক উন্নতি হয়েছে। দীর্ঘদিন ধরে আইসিটি খাতে নারীদের নিয়ে এবং নারী উদ্যোক্তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ওউইমেন এন্ড ই কমার্স ফোরাম (উই)।
দেশে ই-কমার্স ইন্ডাস্ট্রির জনপ্রিয়তা বাডাতে উইমেন এন্ড ই কমার্স (উই) ফোরাম ।
ওমেন ইন ইকমার্স (উই) ফোরামের কার্যক্রম নিয়ে খোলামেলা কথা বলেছেন রাজিব আহমেদ, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও প্রথম নির্বাচিত সভাপতি ও উইমেন এন্ড ই কমার্স ফোরামের প্রতিষ্ঠাতা এবং সভাপতি নাসিমা আক্তার নিসা।
https://www.facebook.com/Techzoom.TV/videos/873287806385268/