জামদানীর সমস্যা হল এটি ঢাকার বাইরে তেমন একটা পাওয়া যায় না যার ফলে এটি আবার আমাদের মানে ই-কমার্স উদ্যোক্তাদের জন্য বিশাল আশীর্বাদ হতে পারে বলে মনে করেন রাজীব আহমেদ ।
সম্প্রতি দেশীয় তাঁতের পোশাকের ব্যাপক প্রচারণা ব্যাপকভাবে শুরু হয়েছে। বিশেষ করে ফেসবুক গ্রুপ উই এর জামদানি প্রচারণা ব্যাপক সাড়া ফেলেছে। এ বিষয়ে কথা বলেছেন উই-এর উপদেষ্টা, সার্চ ইংলিশ-এর প্রতিষ্ঠাতা ও ই-ক্যাব সাবেক সভাপতি রাজীব আহমেদ। টেকজুম আড্ডায় তার সঙ্গে ছিলেন উই গ্রুপে সদস্য এবং একজন সফল নারী উদ্যক্তা শামিয়া ফারাহ।
রাজীব আহমেদ বলেন, দেশের ই-কমার্সে অনেক ভাবে ভুমিকা রাখতে পারে উই । উই দেশের নারী উদ্যক্তাদের সতেচন করা সহ বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। উইয়ের কারনে এখন ফেসবুকে অনেক পেজ আর গ্রুপে জামদানীসহ দেশীয় তাঁতের পোশাক তুলে ধরার ব্যাপক প্রচারনা দেখতে পারছি বলে অনেকেই জানিয়েছেন আমাকে।
সম্পূর্ণ ভিডিওটি আজ সন্ধ্যা ৭ টায় প্রচার হবে
https://www.facebook.com/Techzoom.TV/videos/539960263231757/