প্রতি বছরই ১১ নভেম্বর সিঙ্গেলস ডে শপিং ইভেন্টের আয়োজন করে চাইনিজ ই-কমার্স কোম্পানিটি আলিবাবা। আবারও এক দিনে মোট বিক্রির রেকর্ড ভাঙল চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় প্রতিষ্ঠানটি ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে বলে জানিয়েছে। এবার ছিল ১১ তম আয়োজন। ৩ হাজার ৭০ কোটি ডলারের গত বছরের রেকর্ডটিও আলিবাবার দখলেই ছিল।
পণ্যে ছাড় থাকায় ক্রেতারাও একরকম হুমড়ি খেয়ে পড়ে। এ বছর কেনাকাটায় গোটা বিশ্বের ৫০ কোটির বেশি মানুষ অংশ নেয়। আমেরিকা ও ইউরোপে চালু থাকা ‘ব্ল্যাক ফ্রাইডে’ কিংবা ‘সাইবার মানডে’র চেয়েও সংখ্যাটা বেশি। কারণ গত বছর এই দুই উৎসবে বিক্রি হয়েছিল যথাক্রমে ২ হাজার ৫০০ এবং ৮০০ কোটি ডলারের পণ্য। আলিবাবা জানিয়েছে, মাত্র ৬৮ সেকেন্ডে বিক্রির পরিমাণ ছিল ১০০ কোটি এবং আধা ঘণ্টায় তা ১ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
বিশ্বের বিভিন্ন জায়গার এবং বিভিন্ন ধরনের ক্রেতার কথা মাথায় রেখে আলিবাবা বেশ কয়েকটি ওয়েবসাইট কাজে লাগিয়ে থাকে। যেমন চীনা ব্র্যান্ডের পণ্য বিশ্বের অন্যান্য ক্রেতার কাছে পৌঁছে দিতে আলিএক্সপ্রেস, অন্যান্য দেশের পণ্য চীনে বিক্রি করতে টিমল এবং চীনা পণ্য চীনে বিক্রি করতে টাওবাও ব্যবহৃত হয়।
এবারের সিঙ্গেলস ডেতে প্রতিষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে পণ্য সম্পর্কে জানানোয় গুরুত্ব দিয়েছে বেশি। এ জন্য জনপ্রিয় তারকাদের মাধ্যমে পণ্য প্রচারের কাজ করেছে। যাদের মধ্যে মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট এবং এশিয়ান পপ জেমও ছিলেন। সূত্র: টেকক্রাঞ্চ