বিদেশ থেকে পণ্য বা সেবা কিনতে আন্তর্জাতিক কার্ডে অনলাইন ট্রানজেকশন অথরাইজেশন ফরম বা ওটিএএফ পূরণের বাধ্যবাধকতা তুলে দেয়া হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেইঞ্জ পলিসি বিভাগ হতে এক সার্কুলার জারি করে এই বাধ্যবাধকতা তুলে দেয়া হয়।
এর আগে নভেম্বরের ১৪ তারিখ এক সার্কুলারে বাংলাদেশ ব্যাংক দেশের অভ্যন্তরে আন্তর্জাতিক ব্যাংক কার্ডে লেনদেন বেশ কিছু শর্ত আরোপ করে। এতে বেশি বেকায়দায় পড়েছেন তথ্যপ্রযুক্তি খাত সংশ্লিষ্টরা। বিশেষ করে ফিল্যান্সররা। এ নির্দেশনায় দেশের ভেতরে আন্তর্জাতিক বা প্রিপেইড কার্ডে আগের মতো কেনাকাটার সুযোগ বন্ধ করা হয়। কার্ডের মাধ্যমে বৈদেশিক মুদ্রার পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংক এ উদ্যােগ নেয়।
রোববার সকালে উদ্ভুত বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের উধর্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বেসিস। এতে অংশ নেন ১১টি ব্যাংকের হেড অফ কার্ডস বা রিটেল কর্মকর্তারা।
এর আগে শুক্রবার যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান, দেশের মধ্যে আন্তর্জাতিক কার্ড লেনদেনের জটিলতার বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ের নজরে আসায় তা শিথিল করার উদ্যোগ নেওয়ার হয়েছে ।