ডাক বিভাগকে জনপ্রিয় করতে নতুন উদ্যোগ নিয়েছে ইরান। পার্সেল পাঠানোর জন্য দেশটির ডাক বিভাগ ড্রোন ব্যবহার করবে।
ইরানের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জাওয়াদ অযারি জাহরোমি এক টুইটে এ তথ্য জানিয়েছেন। খবর ওয়াশিংটন পোস্টের
গত বৃহস্পতিবার ড্রোনের মাধ্যমে পার্সেল পাঠানোর পরীক্ষাও চালিয়েছে ইরান। ড্রোন থেকে একটি পার্সেল গ্রহণ করেন টেলিযোগাযোগ মন্ত্রী। সেই পার্সেল গ্রহণের ভিডিও তার টুইটারে পোস্ট করেন জাওয়াদ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জাওয়াদ অযারি জাহরোমি বলেন, ওষুধসহ বিভিন্ন পার্সেল দ্রুত পৌঁছে দিতে ড্রোন সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে হাসপাতাল ও দ্বীপগুলোতে ওষুধ পৌঁছানোর ক্ষেত্রে ড্রোনের ব্যবহারে মানুষ উপকৃত হবে। বর্তমানে বিশ্বের খুব কম দেশেই এই ব্যবস্থা রয়েছে বলে তিনি মন্তব্য করেন।