ই-কমার্স জায়ান্ট আমাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজসের সঙ্গে ম্যাকেঞ্জি বেজসের বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হয়েছে গত বছরের জুলাইয়ে। বিচ্ছেদের সময় তিনি আমাজনের ৪ শতাংশ শেয়ারের মালিকানা পান। সেখান থেকে কিছু অংশ বিক্রি কয়ে দিয়েছেন তিনি। যার পরিমাণ ৪০ কোটি ডলার।
আমাজনের ৪ শতাংশ শেয়ারের অর্থমূল্য ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার (৩ হাজার ৮৩০ কোটি ডলার)। এর মধ্যে তিনি বিক্রি করেছেন ৪০ কোটি ডলারের শেয়ার। বিক্রির পর তার কাছে এখন রয়েছে ১৯ দশমিক ৫ মিলিয়ন শেয়ার। তিনি এ অর্থ ঠিক কী কাজে ব্যয় করবেন তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে এ অর্থ তিনি দাতব্য কাজে ব্যয় করবেন।
গত বছর ‘গিভিং প্লেজ’ ক্যাম্পেইনে যোগ দেন ম্যাকেঞ্জি। সে সময় বিচ্ছেদ থেকে পাওয়া প্রায় অর্ধেক অর্থ দাতব্য সংস্থাটিতে দান করার ঘোষণা দিয়েছিলেন তিনি। এ ক্যাম্পেইনের প্রতিষ্ঠাতা বিলিয়নিয়ার ওয়ারেন বাফেট ও বিল গেটস। সবার ধারণা, এখানেই বেশ মোটা অঙ্কের টাকা দান করবেন তিনি।
বেজোসের সঙ্গে বিচ্ছেদের সময় ম্যাকেঞ্জির শেয়ারের ওপর একক ভোটিং নিয়ন্ত্রণ রাখেন বেজোস। জেফ বেজোসের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর ম্যাকেঞ্জি বেজোস বিশ্বের অন্যতম শীর্ষ ধনীদের কাতারে চলে আসেন।