আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটায় কর কেটে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার বিদেশী মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান কার্যলয়/প্রিন্সিপাল অফিসে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
‘অনলাইনে মূল্য পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন্স ২০১৮ অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংকের কার্ডহোল্ডারা বিদেশী স্বনামধন্য ও নির্ভরযোগ্য উৎস হতে পণ্য ও সেবা ক্রয়ে (যেমন ডাউনলোডযোগ্য এপ্লিকেশন সফট্ওয়্যার, ই-বুক ইত্যাদি), ম্যাগাজিন/নিউজপেপার সাবস্ক্রিপশন ফি পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য প্রাধিকার প্রাপ্ত।
এক্ষেত্রে এখন এ মর্মে স্পষ্টীকরণ করা যাচ্ছে যে, ওই প্রাধিকারের আওতায় আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দ্বারা আমদানি নিষিদ্ধ পণ্য ও সেবা ব্যতীত বৈধ যেকোন পণ্য ও সেবা ক্রয় (অনলাইনে ডিজিটাল মার্কেটিং/বিজ্ঞাপন ব্যয়সহ) অনুমোদিত লেনদেন হিসেবে বিবেচিত হবে।
“অনলাইন ব্যবস্থায় মূল্য পরিশোধের বিপরীতে কার্ডহোল্ডার কর্তৃক প্রযোজ্য কর/শুল্ক পরিশোধ এবং পণ্য/সেবা প্রাপ্তির বিষয়টি অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে।”
এছাড়া অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে কার্ডহোল্ডারদেরকে অনির্ভরযোগ্য/অসাধু বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা ক্রয় না করতে যথাযথ সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রযোজনীয় নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে সার্কুলারে।