অনলাইনে বিক্রি শুরুর ২ মিনিটের মধ্যেই স্টক ফুরিয়ে গেছে রিয়েলমি সি২ ফোনের। গেল সপ্তাহে চীনের স্মার্টফোন নির্মাতা অপোর সাবব্র্যান্ড রিয়েলমি দেশের উন্মোচন করেছে ।
বুধবার দেশের বাজারে দেশের সবচেয়ে বড় অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ বাংলাদেশ’ ডিভাইসটি বিক্রি শুরু হয়। এরপর মাত্র ২ মিনিটে মধ্যেই বিক্রি হয়ে যায় ডিভাইসটির প্রথম লটের সব ইউনিট। তবে ফোনটির কত ইউনিট বিক্রি হয়েছে সেই সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।
রিয়েলমি সি২ এর ব্যাক কাভারের মনোমুগ্ধকর ডায়মন্ড-কাট ডিজাইন আর ফ্রন্টে রয়েছে ডিউড্রপ ডিসপ্লে। এছাড়াও স্মার্টফোনটিতে থাকছে হেলিও পি২২ চিপসেট ও Octa-core 2.0 GHz Cortex-A53 CPU; অ্যানড্রয়েড ৯.০ (পাই) ও কালারওএস ৬ লাইট অপারেটিং সিস্টেমের স্মার্টফোনটি নিঃসন্দেহে একটি এন্ট্রি লেভেল ভ্যালু কিং প্রোডাক্ট। ১৩ ও ২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরায় থাকবে এলইডি ফ্ল্যাশলাইট, এইচডিয়ার ও প্যানারোমা ফিচার। এছাড়াও ৫ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা তেও থাকছে এইচডিআর পিকচার কোয়ালিটির ফিচার। ৮৯৯৯ মূল্যের এই এন্ট্রি লেভেল ভ্যালু কিং স্মার্টফোনটি দিচ্ছে নন-রিমুভ্যাবল লিথিয়াম পলিমার ৪ হাজার এমএএইচ ব্যাটারি যার সাহায্যে গেমিং ও হেভি ইউসেজের পরেও পাওয়া যাবে লং লাস্টিং ব্যাকআপ।
রিয়েলমি সি২ ফোনেরটির মার্কেট প্রাইজ ৮,৯৯৯ টাকা যা ১৮ই মার্চ বিকাল ৩টায় দারাজ অ্যাপের ফ্ল্যাশ সেলে পাওয়া গেছে মাত্র ৭,৯৯৯ টাকায়।