দেশের নতুন প্রজন্মের ই-কমার্স প্রতিষ্ঠান ‘ইভ্যালি’ তাদের ক্রেতাদের সুবিধার কথা চিন্তা করে দেশব্যাপী চালু করেছে ‘ইভ্যালি এক্সপ্রেস শপ।’ যার মাধ্যমে খুব দ্রুত সময়ে পণ্য ডেলিভারি পাওয়া যাবে।
বাসায় বসেই ইভ্যালি এক্সপ্রেস শপ থেকে- চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করা যাবে এবং ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে পণ্য বাসার গেটে পৌঁছে যাবে বলে এক বার্তায় জানিয়েছে প্রতিষ্ঠানটি।
যেসব সুবিধা থাকলে এ তালিকায়-
১) ইভ্যালি এক্সপ্রেস শপে প্রতিদিনের প্রয়োজনীয় প্রোডাক্ট পাওয়া যাবে।
২) প্রতিটি এলাকার জন্য নির্ধারিত ইভ্যালি এক্সপ্রেস শপ থাকবে। সকল কাস্টমারগণ যার যার নিকটবর্তী এক্সপ্রেস শপ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন।
৩) ইভ্যালি এক্সপ্রেস শপ থেকে অর্ডার করা পণ্য ১ ঘণ্টা থেকে সর্বোচ্চ ৩৬ ঘণ্টার মধ্যে হোম ডেলিভারি দেয়া হবে।
৪) প্রতি অর্ডারে কাস্টমারগণ নির্ধারিত পরিমাণ পণ্য কিনতে পারবে এবং শর্ত অনুযায়ী অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি।
৫) ইভ্যালি এক্সপ্রেস শপে প্রতিটি পণ্য বাজারমূল্যে পাওয়া যাবে এবং সর্বমোট কেনা-কাটার উপর ইভ্যালির পক্ষ থেকে আরো ১০% বোনাস থাকবে।
https://www.facebook.com/Techzoom.TV/videos/207651347191665/?v=207651347191665