যুক্তরাষ্ট্রভিত্তিক ইকমার্স প্রতিষ্ঠান অ্যামাজন নভেল করোনাভাইরাস পরীক্ষার জন্য নিজস্ব ল্যাব বানানোর ঘোষণা দিয়েছে। এই ল্যাবে নিজেদের কর্মীদের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আমেরিকার বেশ কয়েকটি এলাকায় একাধিক কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর এমন ঘোষণা দিল অ্যামাজন।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, ল্যাব তৈরি করতে ইতিমধ্যে একটি টিম গঠন করা হয়েছে। তবে কবে নাগাদ কাজ শেষ হবে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি তারা।
করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর কর্মীদের সর্বোচ্চ নিরাপত্তা না দেয়ায় অ্যামাজনের বিরুদ্ধে সমালোচনা শুরু হয়। নিউইয়র্কে এক কর্মী কয়েক জনকে নিয়ে আন্দোলনে নামার প্রস্তুতি নিলে তাকে বরখাস্ত করে প্রতিষ্ঠানটি।
অ্যামাজন দাবি করছে, তারা নীতিমালায় ১৫০ ধরনের পরিবর্তন এনে কর্মীদের সুরক্ষা দিচ্ছে।
বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, ‘পরবর্তী ধাপ হবে নিয়মিত পরীক্ষা। যাদের উপসর্গ নেই তাদেরও পরীক্ষা করা হবে।’
‘আমরা কাজ শুরু করেছি। তবে ঠিক কবে নাগাদ ল্যাব প্রস্তুত হবে, সে বিষয়ে নিশ্চিত নই।’