করোনাভাইরাস সংক্রমণ রোধে রাজধানীর লকডাউন এলাকাগুলোতে স্বাস্থ্যবিধি মেনে ঘরে ঘরে ই-কমার্সের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় ও জরুরি পণ্য সেবা পৌঁছে দিচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)।
এটুআই এর সার্বিক তত্ত্বাবধানে এবং বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন নিয়ে এই উদ্যোগ পরিচালনা করছে ই-ক্যাব। প্রাথমিকভাবে তিনটি মালবাহী গাড়ি নিয়ে রাজাবাজার ও ইন্দিরা রোড এলাকায় এ কার্যক্রম শুরু হয়েছে।
চালডাল ডটকম, একশপ, সবজিবাজার, বাজারবন্ধু এবং ই-ক্যাব এর সদস্য কয়েকটি ইকমার্স প্রতিষ্ঠান এই এলাকায় তাৎক্ষণিকভাবে নিত্যপণ্য পৌঁছে দিচ্ছে। অনলাইনে এই ইকমার্স প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট, অ্যাপ অথবা কল সেন্টার থেকে রাজাবাজার এলাকার জন্য আসা অর্ডারগুলো তৎক্ষণাৎ পৌঁছে দেবার পাশাপাশি গাড়িতে থাকা নিত্য প্রয়োজনীয় পণ্য দিয়ে উক্ত এলাকার মানুষকে সেবা দিতে শুরু করেছেন তারা।
ই-ক্যাব এর পরিচালক আসিফ আহনাফ বলেন, ‘আমরা তিনটি গাড়ি নিয়ে পাইলট প্রজেক্ট শুরু করছি, ঢাকার অন্যান্য এলাকার জন্য আমাদের আরও কয়েকটি টিম রেডি আছে। আশা করছি এর মাধ্যমে ঢাকাবাসীর নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য বাসার বাইরে বের হবার প্রয়োজন পড়বে না।’
করোনায় উদ্ভূত পরিস্থিতিতে ই-কমার্স খাতকে সবরকম সহযোগিতা করার জন্য আইসিটি বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানান ই-ক্যাব এর সেক্রেটারি জেনারেল আব্দুল ওয়াহেদ তমাল।