উদ্যোক্তা শব্দটার সাথে আমরা খুব বেশী পরিচিত। আমরা সবাই কম বেশী জানিও উদ্যোক্তা কে বা কারা। উদ্যোক্তা হল এমন একজন ব্যবসায়ী যে নতুন কোন ব্যবসা নিয়ে চিন্তা করেন যা আগে কেউ করেননি অথবা পূরনো কোন ব্যবসাকে নতুন একটা রূপে নিয়ে আসেন মানুষের কাছে।
এখন আসি একটু বিশ্লেষণে। ইংরেজি Entrepreneur এর বাংলা প্রতিশব্দ উদ্যোক্তা।
খুব বেশী প্রফেশনাল হয়ে যাবো না কারণ কেউ ই এখানে স্টুডেন্ট না আর আমিও টিচার না। তাই জাস্ট গল্পের মত করে আমার যা জানা আছে শেয়ার করছি। আমার মনে হয় প্রচলিত কোন দ্রব্য নিয়ে কাজ না করে এক বা একাধিক কাঁচামাল নিয়ে ভেঙেচুরে নতুন কিছু করার ইচ্ছা থেকে ঝুঁকি নিয়ে কোন কিছু করার নামই উদ্যোগ আর প্রচলিত কোন পন্য নিয়ে কাজ করার নাম ব্যবসা।
একজন উদ্যোক্তা হতে গেলে আপনাকে অনেকের সঙ্গে কথা বলতে হবে। বিনিয়োগকারী,কাস্টমার,অন্যান্য উদ্যোক্তাসহ আরও অনেকে। ভাল যোগাযোগ দক্ষতা বা কমিউনিকেশন স্কিল না থাকলে বিষয়টি কঠিন। হয়ত আপনার কাছে খুব ভাল আইডিয়া বা ভাল পণ্য আছে। কিন্তু সঠিকভাবে যোগাযোগ করতে পারলে বা আপনার পণ্যের কার্যকারিতা বোঝাতে না পারলে খুব একটা লাভ হবে না। তাই একজন সফল উদ্যোক্তা হতে গেলে আপনার যোগাযোগে দক্ষ হতে হবে।
উদ্যোক্তা আর ব্যবসায়ীর মধ্যে একটা নির্দিষ্ট পার্থক্য আছে।
Oxford dictionary, Dictionary. Com, business dictionary. Com এর সংজ্ঞা পর্যালোচনা করলে উদ্যোক্তার সাথে জড়িত কিছু শব্দ পাওয়া যায় যা ব্যবসায়ীর সাথে পাওয়া যায় না।
শব্দগুলো
set up business
Take risk
Innovating new things
Hopes of profit
Service will be Produced.
সহজে বললে রহিম কলা পাইকারী তে কিনে বাজারে খুচরা হালি,ডজন করে বিক্রী করে সে ব্যবসায়ী।
হালিমা নিজে কলার চাষ করে সেই কলা দিয়ে চিপস,পিঠা বানিয়ে বাজারজাত করেন উনি উদ্যোক্তা।
উদ্যোক্তা কয়েক ধরনের হয়ে থাকে যেমন:
জাতিগত
প্রাতিষ্ঠানিক
সামাজিক
সাংস্কৃতিক
নারীবাদী
জায়মান
প্রকল্পভিত্তিক
হাজার বছরের।
উদ্যোক্তাদের আচরন কেমন হওয়া উচিত তা আমরা কমবেশী সবাই জানি। তবে উদ্যোক্তাদের মনস্তাত্ত্বিক মেকআপের কথা কি সবাই জানি? কাল লিখবো এটা নিয়ে ইনশাআল্লাহ। ধন্যবাদ।
ঈষিতা আক্তার তানিয়া
ফাউন্ডার ও সিইও, ইসরাফ স্টাইল জোন।
প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। প্রকাশিত লেখার জন্য টেকজুম কোনো ধরনের দায় নেবে না