করোনাভাইরাসের ক্রান্তিকাল হলেও সামনে আসছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। এর এই উৎসবেই হিন্দুরাষ্ট্র ভারতে এক লাখের বেশি অস্থায়ী চাকরি দেবে অ্যামাজন।
বেশি বিক্রির এ সময়ে বড় বড় ই-কমার্স সংস্থাগুলো হাজার হাজার কর্মীকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করে। মূলত এসব চাকরি থাকে জিনিসপত্র ডেলিভারি ও অন্যান্য ক্ষেত্রে।
অ্যামাজন ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, নতুন এই কর্মসংস্থানের সুযোগ তৈরি করে তারা মানুষের কাছে তাদের জিনিসপত্র পৌঁছনোর পদ্ধতি আরও সরল ও উন্নত করতে চাচ্ছে। যাতে উৎসবের সময়ে মানুষের চাহিদা আরও দ্রুত মেটানো যায়।
এছাড়া সরাসরি না হলেও অন্যান্য সহযোগী নেটওয়ার্কেও হাজার হাজার চাকরির ক্ষেত্র তৈরি করেছে অ্যামাজন ইন্ডিয়া। তাদের ট্রাকিং পার্টনার, প্যাকেজিং ভেন্ডর, ‘আই হ্যাভ স্পেস’ ডেলিভারি পার্টনার, আমাজন ফ্লেক্স পার্টনার, হাউসকিপিং এজেন্সি ইত্যাদি ক্ষেত্রে তৈরি হয়েছে এসব চাকরি।