মেয়াদহীন মোড়কজাত তরল দুুধ বিক্রি অভিযোগে ই-কমার্স প্লাটফর্ম খাস ফুডকে জরিমানা করা হয় । বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং কুমিল্লা জেলাপ্রশাসনের সার্বিক সহযোগিতায় কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে শহরের কান্দিরপাড় ও ঝাউতলা এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে।
কুমিল্লা নগরীর ঝাউতলায় খাস ফুডের আউটলেট। যারা বিশুদ্ধতাই সুস্থতা স্লোগানে পণ্য বিক্রি করে। এখান থেকে প্যাকট দুধ কেনেন এক ক্রেতা। কিন্তু মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না পেয়ে অভিযোগ করেন ভোক্তা অধিদফতরে।
এর আগেও বেশি কিছু ক্রেতা খাস ফুড থেকে নিম্নমানের ও ভেজাল পন্য পাওয়ার অভিযোগ করেন ।
এর আগে সিএম লাইসেন্সবিহীন পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে পণ্য উৎপাদন ও বিক্রির অপরাধে খাস ফুড লিমিটেডের বিরুদ্ধে মামলা করেছিল বিএসটিআই।