গত শনিবার (২৩ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর ক্লাবমিক্স রেস্টুরেন্টে “এসো মিলি প্রাণের ধারায়” নামে ফারহানা’স ড্রিমের কাস্টমার মিটআপ অনুষ্ঠিত হয়েছে। কাস্টমার মিটআপে উপস্থিত ছিলেন ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা সভাপতি রাজিব আহমেদ।
নারী উদ্যোক্তাদের প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এর ডিরেক্টর সামিয়া ফারাহ, কাকলী অ্যাটিয়ার’সের স্বত্বাধিকারী কাকলী রাসেল তালুকদার, আরিয়াস কালেকশন স্বত্বাধিকারী নিগার ফাতেমা, কায়ান’স রূপবতীর স্বত্বাধিকারী মুমতাহিনা রহমান কেয়া সহ প্রায় শতাধিক কাস্টামর অংশ নেয়।
ফেসবুক পেজ খুলে দেশের শতবছরের ঐতিহ্যবাহী নকশীকাঁথা ও নকশী পণ্য অনলাইনে বিক্রি করছে ফারহানা’স ড্রিম। একবছর পূর্তি উদযাপনে পেজের কাস্টমারদের নিয়ে আয়োজন করে এ মিটআপ। উক্ত অনুষ্ঠান স্মরণীয় করে রাখতে এবং প্রতিষ্ঠানকে একধাপ এগিয়ে নিতে ফারহানা’স ড্রিমের ই-কমার্স ওয়েবসাইট (https://farhanasdream.com/) উদ্বোধন করা হয়েছে। ‘এসো মিলি প্রাণের ধারায়’ কাস্টমার মিপআপে নকশী ডিজাইনে আকর্ষণ হিসেবে রাখা হয়েছিল ’মেহেদি বউ’।
সুদুর দক্ষিণ কোরিয়া থেকে ভিডিও বার্তায় নাজমুন শ্রাবণী বলেন, ফারহানা’স ড্রিমের কাস্টমার মিটাআপে আমি উপস্থিত হতে পারিনি। তবে আমার মা, শাশুড়ি এবং ছোট ভাই এসেছে। আমাকে সম্মান দেওয়ার জন্য লাকি আপুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপুর প্রতিটি প্রোডাক্ট ছবির চেয়েও অনেক সুন্দর। ফারহানা’স ড্রিমের সার্বিক সাফল্য কামনা করি।
রাজীব আহমেদ বলেন, উদ্যোক্তাদের জন্য পড়ালেখার কোনো বিকল্প নেই। পাশাপাশি নিজের পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াতে হবে। পেজের পাশাপাশি গ্রুপকে গুরুত্ব দিচ্ছে ফেসবুক, সেদিকেও খেয়াল রাখা দরকার উদ্যোক্তাদের।
ফারহানা’স ড্রিমের স্বত্বাধিকারী ফারহানা লাকী বলেন, আমি আনন্দিত আমাদের গ্রাহকদের নিয়ে বর্ষপূর্তি উদযাপন করতে পেরে। এখন থেকে আমাদের ক্রেতারা শুধু ফেসবুক পেজে নয় ওয়েবসাইটের মাধ্যমেও পণ্য অর্ডার করতে পারবে। আমি বিশ্বাস করি একদিন সারাবিশ্বে বাংলাদেশের অন্যতম ব্র্যান্ডিং হবে নকশীকাঁথা।