দেশি পণ্য ও ই-কমার্স নারী উদ্যোক্তাদের কথা তুলে ধরতে বিভাগ পর্যায়ে প্রতিনিধি নির্বাচন করবে টেকজুম ডটটিভি। এ ব্যাপারে ডিজিটাল স্কিলস বাংলাদেশ (ডিএসবি) ফেসবুক গ্রুপের রেগুলার একটিভ মেম্বারদের থেকে প্রতিনিধি করার পরিকল্পনা হয়েছিল। আজ থেকে শুরু হয়েছে বিভাগীয় প্রতিনিধির ঘোষণা।
ঢাকা বিভাগের বাহিরে প্রথম বিভাগ হিসেবে ময়মনসিংহের প্রতিনিধি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে আফাফ ক্রিয়েশনসের স্বত্বাধিকারী আরিফা খাতুন কে। ধাপেধাপে প্রতিটি বিভাগে একজন করে প্রতিনিধি নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।
আরিফা খাতুন ময়মনসিংহের দেশি পণ্যের উদ্যোক্তা। তিনি কাজ করেন মূলত শিশুদের ড্রেস নিয়ে। এছাড়াও টাঙ্গাইলের শাড়ি ও ফ্যামেলি ম্যাচিং ড্রেস নিয়ে কাজ করেন।
আরিফা খাতুন গতবছর এক সাক্ষাৎকারে টেকজুম কে জানায়, আমি একজন উদ্যোক্তা ও মা। আমার বাচ্চার দেড় মাস বয়স থেকে শক্তহাতে নিজের বিজনেসের হাল ধরেছি। তিনি আরও জানায়, আমার পথপদর্শক ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর প্রতিষ্ঠাতা ও সভাপতি রাজিব আহমেদ স্যার। আমি স্যার থেকে উদ্যোক্তা জীবনের যাবতীয় আইডিয়া ও শিক্ষা পাচ্ছি। স্যারের গ্রুপ ডিএসবি থেকে দিকনির্দেশনা পেয়ে নিজেকে এগিয়ে নিচ্ছি। এছাড়াও প্রতিনিয়ত পোস্ট কমেন্ট করে নিজের স্কিলস ও পরিচিতি বাড়াচ্ছি।
আজ আরিফা খাতুন জানায়, টেকজুম টিভির ময়মনসিংহ বিভাগের প্রতিনিধি হতে পেরে আমি আনন্দিত। দেশি পণ্য ও উদ্যোক্তাদের নিয়ে কাজ করার দায়িত্ব বহুগুন বেড়ে গেছে বলে মনে করি। ফেসবুকে উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই) এবং ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) গ্রুপ নিয়মিত থাকার ফলে এ সুযোগ পেয়েছি। রাজিব আহমেদ স্যার সবসময় বলেন পড়াশোনার শক্তি অনেক বেশি। নিয়মিত থাকলে এর সুফল পাওয়া যায়। স্যারের দেখানো পথে চলেছি এবং ভবিষ্যতেও চলবো।
আমাকে টেকজুম টিভির ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।