ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের পর গাজীপুর জেলার প্রতিনিধি ঘোষণা করেছে টেকজুম ডটটিভি। ইফফাত শারমিন কে গাজীপুর জেলার প্রতিনিধি ঘোষণা করা হয়েছে। তিনি দেশি পণ্যের কয়েকটি ফেসবুক গ্রুপের মডারেটর হিসেবে দায়িত্বপালন করছেন।
নারী উদ্যোক্তাদের ফেসবুক গ্রুপ উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই), পরিধান শৈলী, আবায়া স্টোরি, কুসুমিত ও কন্যাসুন্দরীর মডারেটর হিসেবে দায়িত্বপালন করছেন। এছাড়াও ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ (ডিএসবি) গ্রুপে নিয়মিত একটিভ থেকে নিজের বেসিক স্কিলস ডেভেলপ করেছেন।
জেলা প্রতিনিধি হওয়ায় ইফফাত শারমিন বলেন, আমাকে গাজীপুর জেলার প্রতিনিধি নির্বাচন করায় টেকজুমকে অসংখ্য ধন্যবাদ। আমার সাধ্যমত দেশীয় পণ্য এবং উদ্যোক্তাদের সবসময় সাপোর্ট করেছি। এবার তাদের কথা তুলে ধরার সুযোগ পেয়েছি, এ সুযোগ কাজে লাগানোর সর্বাত্বক চেষ্টা করবো।
আমি আরও কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই শ্রদ্ধেয় রাজীব আহমেদ স্যার এর প্রতি। স্যারের নির্দেশনা অনুযায়ী চলেছি এবং ডিজিটাল স্কিলস ফর বাংলাদেশ গ্রুপে নিয়মিত সময় দিয়ে বেসিক স্কিলস ডেভেলপের সুযোগ পেয়েছি।