১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে খাবার সরবরাহ প্লাটফর্ম ইফুড ‘ভ্যালেন-ডাইন’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। এ ক্যাম্পেইনের আওতায় খাবার অর্ডারকারীদের জন্য রয়েছে কাপল ডিনার জেতার সুযোগ। ইফুডের এ ক্যাম্পেইন আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
ইফুডের এক বিবৃতিতে জানানো হয়, ক্যাম্পেইন চলাকালে ইফুড অ্যাপ অথবা ওয়েবসাইট (www.efood.live) থেকে সবচেয়ে বেশি খাবার অর্ডারকারী সেরা তিনজন পাবেন ভ্যালেন্টাইন ডেতে সঙ্গীসহ ঢাকার নামকরা রেস্তোরাঁয় বুফে ডিনারের সুযোগ। প্রতিদিন সর্বোচ্চ অর্ডারকারীর নাম ও তালিকা প্রকাশ করা হবে এবং ক্যাম্পেইন শেষে তালিকায় যারা প্রথমদিকে থাকবেন, তারা এ সুযোগ পাবেন। বিকাশ, নগদ, ডেবিট/ক্রেডিট কার্ড, এসএসএল গেটওয়ে, এসইবিএল পেমেন্টকারীদের জন্য অফারটি প্রযোজ্য হবে