কথায় আছে মাছে ভাতে বাঙ্গালী। আর বাঙ্গালীর খাবার প্লেটে মাছ থাকবে না তা হয় না। জামাই আদর থেকে বিয়ে বাড়ি সব জায়গায় মাছের কদর অনেক বেশী।
আর এই মাছ কেনার জন্য একসময় বাজারে যেতে হতো কিন্তু ইন্টারনেটের বদৌলতে দিন পাল্টে যাচ্ছে। পাল্টে যাচ্ছে ব্যস্ত শহরের জীবন যাত্রা। তাই এখন আর মাছ কিনতে বাজারের যেতে হয়না। ইচ্ছা করলে অনলাইনেও মাছ কিনতে পারছে ক্রেতারা।
বর্তমান সময়ে মৎস শিল্পের জন্য বহুল পরিচিত জায়গা হয়ে ওঠেছে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বৈলর এলাকা। মৎস শিল্পের বিশাল সম্ভাবনা রয়েছে এখানে। রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তবে এখানকার মাছ চাষিদের জীবন পরিবর্তন হচ্ছে না। এ শিল্পে যত উদ্যোক্তা যুক্ত হবে তত উন্নতি হতে পারে। যেহেতু আমাদের দেশের মানুষের নিত্য দিনের প্রয়োজনীয় খাদ্য এটি।
মাছের এই সম্ভাবনাকে ই-কমার্সে নিয়ে আসা সম্ভব। তাহলে এই এলাকার মৎস শিল্পের ব্যাপক উন্নতি হতে পারে। ঢাকাসহ
অন্যান্য জেলা শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এই সেক্টরে কিছু উদ্যোক্তা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সারাদেশের মাছের চাহিদা পূরন করে বিদেশেও রপ্তানি করতে পারবে।
এিশাল উপজেলার বৈলর ইউনিয়নের দড়ি কাঁঠাল, সিংরাইল, ধানিখোলা, কানর, ফাতেমানগর এসব এলাকায় মাছের চাষ করেন মাছ চাষীরা। অনেক শিক্ষিত উদ্যোক্তারা আগ্রহী হলেই ই-কমার্সে মৎস শিল্পের উন্নতি করতে পারে পাশাপাশি এসব এলাকার অনেক বেকার মানুষদের কর্মসংস্থান তৈরী হতে পারে। ফলে এই শিল্পের যেমন উন্নতি হবে তেমনি এসব এলাকার মাছ চাষীদের জীবন মানের পরিবর্তন ঘটবে এবং দেশের মানুষের মাছের চাহিদা পূরন হবে।