বাংলাদেশের মধ্যাঞ্চলের জেলা ময়মনসিংহের ই-কমার্স উদ্যোক্তা, পণ্য ও সম্ভাবনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে টেকজুমের প্রতিনিধি করা হয়েছে খাতুনে জান্নাত আশা কে। তিনি একজন দেশি পণ্যের উদ্যোক্তা।
ই-কমার্সে ব্যাপক সম্ভাবনা রয়েছে দেশের প্রাচীন জেলা ময়মনসিংহে। এ জেলায় পাট, মাছ, ধান, মন্ডা, সরিষা ইত্যাদি বেশি উৎপাদন। এ জেলা থেকে প্রতিবছর বিপুল সংখ্যক গ্র্যাজুয়েট বের হয়। গ্র্যাজুয়েট এবং গৃহিণীদের ই-কমার্সে আগ্রহী করা গেলে জেলায় উৎপাদিত পণ্য গুলো সারাদেশে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কর্মসংস্থান বাড়বে।
এছাড়াও ময়মনসিংহে প্রায় শতাধিক নারী উদ্যোক্তা অনলাইনে দেশি পণ্য বিক্রি করে। মাংসের শুটকি, হোম মেইড খাবার, মন্ডা, জামদানি, নকশী-হ্যান্ড পেইন্ট নিয়ে সফলতার সাথে এগিয়ে চলছে উদ্যোক্তারা। এসব উদ্যোক্তাদের কথা, তাদের উদ্যোগ-পণ্য, সমস্যা-সম্ভাবনা সহ সার্বিক বিষয় তুলে ধরতে পারলে দ্রুত বড় হবে ময়মনসিংহের ই-কমার্স।
খাতুনে জান্নাত আশার উদ্যোগের নাম “পিয়াসী”। তিনি কাজ করেন মূলত নারীদের পোশাক অর্থাৎ তাঁতপণ্য নিয়ে। খাতুনে জান্নাত আশা একজন দেশি পণ্যের ই-কমার্স উদ্যোক্তা হওয়ায় তিনি জানেন ময়মনসিংহের ই-কমার্স উদ্যোক্তাদের সমস্যা ও সম্ভাবনা। তাই তিনি খুব সহজে উদ্যোক্তাদের কথা তুলে ধরতে পারবেন এমনটাই মনে করে টেকজুম।