জনপ্রিয় অনলাইন টেকনিউজ পোর্টাল টেকজুমডটটিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হয়েছেন শেহরীন সহিদ হৃদিতা। গতকাল অনলাইনে বই বিক্রেতা প্রতিষ্ঠান সোয়াপিবুকসের ষষ্ঠ কাস্টমার মিটআপে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ, আওয়ার শেরপুর এর প্রতিষ্ঠাতা ও টেকজুম প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, পিয়াসীর স্বত্বাধিকারী ও টেকজুমের ময়মনসিংহ জেলা প্রতিনিধি খাতুনে জান্নাত আশা।
চাঁদপুরের স্বনামধন্য মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছেন শেহরীন সহিদ হৃদিতা। বই পড়তে পড়তেই হৃদিতার লেখালেখি শুরু। মাত্র চার বছর বয়সে ভরতনাট্যম চর্চা শুরু করে। আবৃত্তি আর বাচনশিল্পেও অনুরাগ রয়েছে হৃদিতার।
প্রধানমন্ত্রীর থেকে ২০১৪ সালে আবৃত্তিতে স্বর্ণপদক গ্রহণ করেন হৃদিতা। ক্যারিয়ারের স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে হৃদিতা টেকজুমকে বলেন, বইকে ঘিরে ভবিষ্যৎ আর লেখালেখিতে কিছু করতে চাই। বই আর লেখালেখি আমার ভালোবাসার জায়গা। এ দুটোকে নিয়ে আমার ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখি।
টেকজুমের চাঁদপুর জেলা প্রতিনিধি হওয়ায় হৃদিতা বলেন, সোয়াপিবুকস ফেসবুক গ্রুপে ২০২০ সালের আগস্ট থেকে একটিভ হই। রাজিব আহমেদ স্যারের পোস্ট পড়ে “কিশোর ক্লাসিক” সিরিজের ১০০ টি বই শেষ করি। এরফলে গতকাল সোয়াপিবুকসের ষষ্ঠ মিটআপে আমাকে টেকজুমের চাঁদপুর জেলার প্রতিনিধিত্ব-র দ্বায়িত্ব দেয়। এতে আমি সম্মানিত ও আনন্দিত। কৃতজ্ঞতা টেকজুম টিম এবং ই-ক্যাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রাজিব আহমেদ স্যারের প্রতি।
উল্লেখ্য, দেশি পণ্যের ই-কমার্স, উদ্যোক্তা, পণ্য সহ সার্বিক বিষয় দেশবাসীর কাছে তুলে ধরতে বিভাগ ও জেলা পর্যায়ে প্রতিনিধি করছে টেকজুম ডটটিভি। টেকজুম মনে করে এরফলে দেশি পণ্যের ইন্ডাস্ট্রিজ ও উদ্যোক্তাদের প্রচার-প্রসার বাড়বে।