রাজধানীর মোহাম্মদপুরে ফেসবুক পেজ হোমলি ফুড বিডি আয়োজন করেছিল কাস্টমার মিট-আপ। এতে মূল আকর্ষণ ছিল দেশি শাড়িতে হলুদের বউ ।
মঙ্গলবার (৩ মার্চ) দিনব্যাপী ‘লা ভিস্তা ’ রেস্তোরাঁয় মিট-আপ হয়। দেশীয় কাপড় ও হোমমেড খাবারের ক্রেতাদের নিয়েই মূলত ছিল এই মিট-আপ।
এসময় উপস্থিত ছিলেন ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সাবেক প্রতিষ্ঠাতা ও উইর উপদেষ্টা রাজিব আহমেদ এবং ‘ফারাস ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা, ডিজাইনার ও উই (উইমেন অ্যান্ড ই-কমার্স) ফোরামের পরিচালক (কার্যকরি কমিটি) সামিয়া ফারাহ ।
৭০ জন ক্রেতা নিয়ে এমন আয়োজনে বাঙালিয়ানা ঐতিহ্যই প্রাধান্য পেয়েছে। তবে ক্রেতাদের অনেকেই ছিলেন উদ্যোক্তা। উপস্থিত উদ্যোক্তারা তাদের নিজেদের উদ্যোগের পণ্য প্রদর্শনী ও পরিচিতি করাতে পেরেছেন ক্রেতাদের কাছে। এসময় রাজিব আহমেদ উদ্যোক্তাদের পণ্য ঘুরে ঘুরে দেখেন এবং সবাইকে পরামর্শ দেন।
এ সময় সামিয়া ফারাহ বলেন, ‘একজন বিক্রেতার প্রধান সম্পদ তার আন্তরিকতা। সততা ও আন্তরিকতা দিয়ে কাজ করলে যেকোনো ব্যবসায় ক্রেতাদের মন জয় করা যায়।
আয়োজক সায়মা বেগম বলেন, ‘মিটআপের উদ্দেশ্য ছিল আমার কাস্টমারদেরকে একত্রিত করা। পরস্পরের মাঝে পরিচিতি বৃদ্ধি করা। আমার পণ্য ও সেবা সম্পর্কে কাস্টমারদের ফিডব্যাক নেওয়া প্রভৃতি। ইকমার্স সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অর্ডারের মাধ্যমে, এখানে ক্রেতার সঙ্গে আমাদের কোনো দেখা-সাক্ষাৎ নেই। এই মিট আপই আমাদের একত্রিত করার মাধ্যম। এখানে একে-অপরের সঙ্গে একটা মজবুত বন্ধন তৈরি হয়।’
অভিনব উপায়ে ক্রেতাদের সঙ্গে এমন আড্ডার উদ্দেশ্য ছিল অনলাইন ক্রেতাদের থেকে নিজেদের পণ্যের গুণগত মান সম্পর্কে জানা। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি সাজানো ছিল দেশীয় পণ্যের ছোঁয়া। এতে দেশি পণ্য ও হাতের কাজের শাড়িতে মডেল বউ সেজেছিলেন ‘ফ্যাশন বাই রিপা’ পেজের স্বত্বাধিকারী ইশরাত জাহান রিপা। এ যেন সম্পূর্ণ বাঙালিয়ানা বিয়ের উৎসব।