দেশীয় ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি ডটকম লিমিটেড এর সাথে যুক্ত হলো রিকন্ডিশন গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান ওসান মটরস। এখন থেকে টয়োটা ল্যান্ড ক্রুজার প্রাডো, হ্যারিয়ার এবং নিশান এক্স ট্রিল সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি ইভ্যালি থেকে মূল্যছাড়ে কিনতে পারবেন গ্রাহকেরা।
বৃহস্পতিবার ( ১ এপ্রিল ) ইভ্যালির জনসংযোগ বিভাগ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করাহয় ।
এতে বলা হয়, সম্প্রতি রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ইভ্যালির প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইভ্যালির ব্যাবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল এবং ওসান মটরস এর চেয়ারম্যান ইশতিয়াক আনোয়ার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন৷
অনুষ্ঠানে ইভ্যালির বাণিজ্যিক বিভাগের প্রধান সাজ্জাদ আলম, ক্যাটাগরি হেড তানিয়া সুলতানা, ম্যানেজার তাহসিন রহমান এবং ওসান মটরস এর ব্যাবস্থাপনা পরিচালক মাহমুদ আল ওয়াহিদ সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।