অর্থ আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ‘ই-অরেঞ্জ’ এর চিফ অপারেটিং অফিসার (সিওও) আমানউল্লাহকে পুলিশ রিমান্ডে পাবে কি না, সে বিষয়ে আদালতের সিদ্ধান্ত জানা যাবে ২৩ অগাস্ট।
বুধবার রাতে গ্রেপ্তার আমানউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম আবু বক্কর সিদ্দিক বৃহস্পতিবার রিমান্ড শুনানির এই দিন ঠিক করে দেন।
তাহেরুল ইসলাম নামে এক ব্যক্তি ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত মঙ্গলবার গুলশান থানায় ই-অরেঞ্জের পাঁচ মালিক-পরিচালকের বিরুদ্ধে মামলা করেন।
ওই মামলায় বুধবার রাতে ঢাকার গুলশান এলাকা থেকে আমানউল্লাহকে গ্রেপ্তার করে পুলিশের একটি দল। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়।
পরে বিচারক আমানউল্লাহকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৩ অগাস্ট তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য দিন ধার্য করেন বলে প্রসিকিউশন পুলিশের উপ-কমিশনার জাফর হোসেন সাংবাদিকদের জানান।