দেশের বর্তমান সময়ের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল জানিয়েছেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী রোববার (২২ আগস্ট) থেকে ইভ্যালি অফিস সম্পূর্ণভাবে খোলা থাকবে ও পূর্ণ শক্তিতে কার্যক্রম চলতে থাকবে। তবে, ওই দিন পাওনাদারদের এক সঙ্গে কার্যালয়ে এসে বিশৃঙ্খলা না করার অনুরোধও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার রাতে ফেসবুক লাইভে এসে এ কথা জানান তিনি। এর আগে বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে ইভ্যালি দায় ও সম্পদের তথ্য দেয়। মন্ত্রণালয়ে দেয়া সম্পদ বিবরণীতে কোম্পানিটি তাদের ব্র্যান্ড ভ্যালু দেখিয়েছে ৪২৩ কোটি টাকা। অন্যদিকে ইভ্যালির কাছে ক্রেতা ও সরবরাহকারীদের পাওনা এবং অন্যান্য ব্যবসায়িক দেনার পরিমাণ ৫৪৩ কোটি টাকা।
রাত ১১টায় ফেসবুক লাইভে এসে নানা প্রশ্নের উত্তর দেন রাসেল। তিনি বলেন, অনেকে বলছেন, কার্যালয় খুললে ক্রেতারা দলবেঁধে আসবেন, কিছু একটা হবে। অনেকে ওই দিন লাইভ করতে যাচ্ছেন। এভাবে জোর করে যেহেতু বেনিফিট আসতেছে না। আপনারা চেষ্টা করুন, অ্যাপয়েন্টমেন্টের বাইরে না আসার।
‘রোববার থেকে অন্তত ১৫টা দিন আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আসবেন না। গ্রুপ করে আইসেন না। কারণ আপনারা আসবেন পজিটিভ সেন্সে, এইটাকে ক্যাপিটালাইজ করে একটা এক্সিডেন্ট হবে। আপনাদের ছোট্ট কিছু ভুলের জন্য সবগুলো ব্যাপার এলোমেলো হয়ে যাবে। ব্যাড ইনটেনশনের লোক যখন চান্স নিতে আসবে না, তখন আপনারা আইসেন।’