অনলাইনে কেনাকাটা গত জুলাইয়ে রেকর্ড সর্বোচ্চে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়ায়। মহামারীর মধ্যে ফুড ডেলিভারি ও খাদ্যপণ্য মজুদ বাড়ায় অনলাইন কেনাকাটায় এ প্রভাব পড়েছে। সম্প্রতি প্রকাশিত সরকারি উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর ইয়োনহাপ।
স্ট্যাটিসটিকস কোরিয়া বলছে, জুলাইয়ে অনলাইনে কেনাকাটা হয়েছে ১৬ দশমিক ২ ট্রিলিয়ন ওন বা ১ হাজার ৪০০ কোটি ডলারের সমপরিমাণ, যা গত বছরের চেয়ে বেড়েছে ২৪ দশমিক ৯ শতাংশ। ২০০১ সালে পরিসংখ্যান বিভাগ কর্তৃক উপাত্ত রাখার পর এটা সর্বোচ্চ বিক্রি। অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়ার পাশাপাশি করোনাসংক্রান্ত কঠোর বিধিনিষিধ বহাল থাকায় অনলাইনে পণ্য ও সেবা ক্রয় বেড়েছে। খাদ্যসামগ্রী, তৈরি খাবার ডেলিভারি ও ইলেকট্রনিকস এতে প্রধান ভূমিকা পালন করেছে।
স্মার্টফোন, ট্যাবলেট ও অন্যান্য মোবাইল ডিভাইস ব্যবহার করে কেনাকাটা বছরওয়ারি ৩৩ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১ দশমিক ৭ ট্রিলিয়ন ওন। অনলাইন কেনাকাটায় মোবাইল শপিংয়ের অবদান ৭২ দশমিক ৩ শতাংশ। ফুড ডেলিভারিতে অনলাইন লেনদেন ৭২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক ৩৮ ট্রিলিয়ন ওন। এর মধ্যে খাদ্য ও পানীয় বিক্রি ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক শূন্য ৭ ট্রিলিয়ন ওন। ইলেক্রটনিক পণ্য বিক্রি বছরওয়ারি ৪৮ দশমিক ৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ওন।