দেশের আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সিইও মো. রাসেল এবং তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়্যারম্যান শামীমা নাসরিনকে গ্রেফতারের পর প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে। নানা অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা স্ত্রীসহ গ্রেফতারের পর তারা কার্যক্রম চালিয়ে নিতে পারবে কি না তা নিয়ে চলছে আলোচনা।
এ অবস্থায় নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘বিজনেস ডেভেলপমেন্ট ও ই-কমার্সকে সাধারণের কাছে গ্রহণযোগ্য করতে কিছুটা আর্থিক ঘাটতি সৃষ্টি হয়েছে।’
এ ঘাটতি পূরণে বিনিয়োগ প্রাপ্তির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে দাবি করে প্রতিষ্ঠানটি বলেছে, ‘এই লক্ষ্য অর্জনে আমাদের আরও কিছু মাস প্রয়োজন ছিল।’
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে এ দম্পতিকে গ্রেফতার করে র্যাব।
এর আগে বুধবার (১৫ সেপ্টেম্বর) রাতে আরিফ বাকের নামে ইভ্যালির এক গ্রাহক ইভ্যালির এমডি রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মামলা করেন।