ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির অডিটের জন্য প্রতিষ্ঠানটিকে নিজের পছন্দমতো যে কোনও অডিট ফার্ম নিয়োগ দেওয়ার অনুমতি দিয়েছেন হাইকোর্ট।
ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে আইনজীবী মোরশেদ আহমেদ খানের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে করা আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।
ইভ্যালির একজন গ্রাহকের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘এর আগে গত বছরের ১৮ অক্টোবর একই বেঞ্চ কোম্পানির পরিচালনা পর্ষদকে অডিট ফার্ম কেপিএমজিকে নিয়োগ দিতে বলেছিল।’
কিন্তু তারা অডিটের জন্য ইভ্যালির কাছে ৮৬ লাখ টাকা দাবি করেছে, যা অনেক বেশি।
এই পরিস্থিতিতে হাইকোর্টের নিযুক্ত ইভ্যালির পরিচালনা পর্ষদ গত ১৬ জানুয়ারি এই আদালতে ওই অডিট ফার্ম পরিবর্তন করারা জন্য আবেদন করে বলে জানান এই আইনজীবী।