গুগলের মতো বিজ্ঞাপন থেকে আয় বেড়েছে অ্যামাজনের। সম্প্রতি আয়ের উপাত্ত প্রকাশের সময় মার্কিন প্রযুক্তি জায়ান্টটি জানায়, ২০২১ সালে বিজ্ঞাপন থেকে আয় হয়েছে ৩ হাজার ১২০ কোটি ডলার। সিএনবিসি খবরে এ কথা জানিয়েছে।
কয়েক বছর ধরে বিজ্ঞাপন থেকে আয়ের তথ্য গোপন রাখলেও এবার প্রকাশ করল জেফ বেজোস প্রতিষ্ঠিত কোম্পানিটি। ২০২১ সালের চতুর্থ প্রান্তিকে অ্যামাজনের আয় বেড়েছে ৩২ শতাংশ। তবে বিজ্ঞাপন থেকে অ্যামাজনের যে আয় হয়েছে তা কোম্পানির মোট আয়ের মাত্র ৭ শতাংশ। স্টোর থেকে যে পরিমাণ আয় করেছে তার থেকে দ্বিগুণ আয় করেছে অ্যামাজন। যা কোম্পানির সাবস্ক্রিপশন সেবা অ্যামাজন প্রাইমের চেয়েও বেশি। বিজ্ঞাপন থেকে পুরো বছরে তাদের আয় প্রথমবারের মতো ৩ হাজার কোটি ডলার ছাড়িয়েছে। অন্য মার্কিন প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফটের ১ হাজার কোটি ডলারের চেয়ে বেশি। গত বছর স্ন্যাপচ্যাটের মোট আয় হয়েছে ৪১২ কোটি ডলার এবং পিন্টারেস্টের ২৫৮ কোটি ডলার।
বিজ্ঞাপন খাত থেকে অ্যামাজনের পরিচালন মুনাফা কত হয়েছে, এ বিষয়ে স্পষ্ট জানায়নি প্রযুক্তি জায়ান্টটি। তাদের ক্লাউড ডিভিশন অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) আয় মোট আয়ের ১৩ শতাংশ।