বাংলাদেশের শুধু খেলতেই এলো না আফগানিস্তান ক্রিকেট দল, এখানে এসে একটি স্পন্সরও পেয়ে গেলো রশিদ খান-মোহাম্মদ নবিরা। সাকিব আল হাসানের ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হয়েছে আফগানিস্তান দলের স্পন্সর।
গত জানুয়ারিতেই ই-কমার্স প্রতিষ্ঠান চালু করেছেন সাকিব আল হাসান। তার এই প্রতিষ্ঠানের নাম দেয়া হয়েছে মোনার্ক মার্ট। মোনার্ক হোল্ডিংসের অঙ্গ প্রতিষ্ঠান মোনার্ক মার্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব। এবারের বিপিএলে ফরচুন বরিশালেরও গোল্ড স্পন্সর হিসেবে ছিল প্রতিষ্ঠানটি।
‘প্রচারেই প্রসার’- এই নীতি মেনেই সাকিবের প্রতিষ্ঠান বাংলাদেশের বিপক্ষে সিরিজে আফগান দলের স্পন্সর স্বত্ত্ব কিনে নিলো। বাংলাদেশ ক্রিকেট দলের ‘টিম স্পন্সর’ হচ্ছে আরেকটি ই-কমার্স প্রতিষ্ঠান দারাজ। বিপিএল চলাকালেই ক্রিস গেইলকে দিয়ে বিজ্ঞাপন করিয়েছে মোনার্ক মার্ট।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সর হিসেবে দায়িত্ব পালন করবে ইস্পাহানি। সিরিজের নামকরণ করা হয়েছে, ‘ইস্পাহানি ক্রিকেট সিরিজ। পাওয়ার্ড বাই ওয়ালটন।