দেশিয় জনপ্রিয় ব্র্যান্ড ইকো লাইফস্টাইল ও ইকো লেদার গুডস ইন্ডাষ্ট্রির পণ্য এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও কেনা যাবে। রাজধানীতে প্রতিষ্ঠানটির ৬টি শো-রুম রয়েছে। তাই সরাসারি কেনার পাশাপাশি ঘরে বসেই যাতে গ্রাহক অরজিনাল চামড়ার পণ্য কিনতে পারে তার জন্য অনলাইন সিস্টেম চালু করেছে।
ইকো লাইফস্টাইলে নারী-পুরুষের জন্য রয়েছে নিজস্ব ডিজাইন করা ব্যাক প্যাক, হ্যান্ড ব্যাগ, ছোট পার্স, ওয়ালেট, কার্ড হোল্ডার, চাবির রিং সহ নানা ধরনের পণ্য।
প্রতিষ্ঠানটির কর্ণধার ফৌজিয়া আবেদীন বলেন, ইকো লাইফস্টাইল ও ইকো লেদার গুডস ইন্ডাষ্ট্রির যাত্রা শুরু খুব বেশি দিনের নয়। এর মধ্যেই আমরা গ্রাহকের ভালোবাসা পেয়েছি। আমাদের লক্ষ্য সাশ্রয়ী মূল্যে শতভাগ চামড়াজাত পণ্যের একটি বাংলদেশী ব্র্যান্ড তৈরি করা। যেখানে থাকবে শৈলীর বহুমাত্রিকতা ও সৃজনশীলতা।
ইতালি ফেরত ফৌজিয়া আবেদীন আরো বলেন, ভোক্তাদের চাহিদা অনুযায়ী পালকের মতো হাল্কা; শীত, তাপ ও আর্দ্রতার সাথে মানানসই চামড়াজাত পণ্যের নিশ্চয়তা প্রদান করায় আমাদের লক্ষ্য। স্বতন্ত্র ডিজাইন, ক্ল্যাসিক কাট, গুনগত ও মানসম্মত উপকরণ, উন্নতমানের চামড়া নির্বাচন, দৃষ্টিনন্দন ও আরামদায়ক চামড়ার পণ্য দেশের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং আস্থা অর্জনই আমাদের আগামীর দৃষ্টি।
ইকো লাইফস্টাইল ও ইকো লেদার গুডস ইন্ডাষ্ট্রির ২৫০ দক্ষ কর্মী রয়েছে। অনলাইনে অর্ডার করলে দ্রুততার সাথে তা পৌঁছে দেওয়া হবে দেশের যেকোন প্রান্তে। ডেলিভারি চার্জও অনেক কম।
বিস্তারিত জানতে ওয়েবসাইট লিংক www.ecolifestyle.com.bd ফেসবুক পেইজ www.facebook.com/ecolifestylebd/