বিশ্বের প্রথম স্বচ্ছ ফোন আনছে যুক্তরাজ্যের আলোচিত স্টার্টআপ কোম্পানি নাথিং। কোম্পানির প্রথম ফোন হবে এটি। মডেল নাথিং ফোন ওয়ান। আগামী জুলাই মাসেই বাজারে আসবে ডিভাইসটি।
নাথিং কোম্পানি জানিয়েছে ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে ফোনটি অবমুক্ত করা হবে। সম্পূর্ণ ট্রান্সপারেন্ট গ্লাসে ফোনটি বাজারে ছাড়া হবে।
সম্প্রতি ফোনটির ব্যাকপ্যানেলের ছবি প্রকাশ করেছে নাথিং। তাতে দেখা যাচ্ছে স্বচ্ছ ব্যাক প্যানেল। কাঁচের মতো স্বচ্ছ এই ব্যাকপ্যানেল দিয়ে ভেতরের কলকব্জা দেখা যাচ্ছে। যদিও এই ফোনের স্ক্রিন কেমন হবে সে সম্পর্কে এখনো কোনো ধারণা পাওয়া যায়নি।
যে অফিসিয়াল পোস্টার লঞ্চ করা হয়েছে সেখানে দেখা গেছে, ফোনের ব্যাক প্যানেলের একদম উপরের বাঁদিকে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা। এবং তার পাশেই রয়েছে ফ্ল্যাশ লাইট।
এই ফোনে দেওয়া হয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং ওয়ারলেস চার্জিং প্রযুক্তি। এছাড়াও এতে এনএফসির সুবিধা দেওয়া হবে ফোনটিতে।
লন্ডনে বিশেষ ইভেন্টের মাধ্যমে ফোনটি প্রকাশ করা হবে।
ফোনটি চলবে অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে। সঙ্গে থাকবে কোম্পানির নিজস্ব ইউজার ইন্টারফেস।
এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন চিপসেট ব্যবহার হবে। তবে একাধিক রিপোর্টে জানানো হয়েছে এই ফোনে ফ্ল্যাগশিপ চিপসেট থাকছে না।